অফবিটভাইরাল ভিডিও

মাথা, মুখ, কপাল ও হাতে ধুনুচি নিয়ে দারুন কায়দায় অসাধারণ নাচ যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

বাঙালিদের মধ্যে অনেকরকম পূজোর রীতি থাকলেও তাদের কাছে সবথেকে আপন হল দুর্গাপূজা। সারা বছর অপেক্ষা করে থাকেন প্রতিটি বাঙালি দুর্গা পূজার চারটি দিনের আনন্দ উপভোগ করতে। ওই চারটে দিন যেনো বাঙালিরা নিজেদের নতুন করে খুঁজে পান। নতুন জামাকাপড় পরে পরিবার কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে পূজোয় ঠাকুর দেখতে বেরোন তারা। তার সঙ্গে চলে হৈ-হুল্লোড় করে কাটানো। তাই দুর্গা পূজোর জন্য আলাদা একটি স্থান রয়েছে বাঙালিদের হৃদয়ে।

তবে শুধু পশ্চিমবঙ্গের বাঙালিরাই নয়, গোটা দেশের বাঙালি কিংবা বিদেশে বসবাস করা প্রবাসী বাঙালিরাও দুর্গা পূজোর আনন্দে মেতে ওঠেন। আর এই দুর্গা পূজোর একটি অংশ হলো ধুনুচি নাচ। বিশেষ করে দশমীর দিন এই ধুনুচি নাচ করেন সকলে। মন্ডপে ঠাকুরের সামনে চলতে থাকে ধুনুচি নাচ ও সিঁদুর খেলা। আর এই ধুনুচি নাচে অনেকেই বেশ পটু হন। একসঙ্গে অনেকগুলি ধুনুচি নিয়ে অনেকে নাচ করতে পারেন।

আর সেরকমই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একজন মহিলাকে নাচ করতে দেখা গিয়েছে। মহিলাটির মুখে রয়েছে একটি ধুনুচি ও দুই হাতে দুটি ধুনুচি নিয়ে দিব্যি শাড়ি পরে নাচ করছেন তিনি। এই ভিডিও সকলকেই অবাক করে দেবে রীতিমতো। ওই মহিলার ধুনুচি নাচ বেশ প্রশংসিত হয়েছে সকলের কাছে। আর সেই মূহুর্ত ক্যামেরাবন্দীও করেছেন অনেকে।

‘মিঠু মল্লিক’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশ পায়। তবে ভিডিওটি বেশ পুরোনো। ২০১৯ সালের ১২ই অক্টোবর ইউটিউব প্রকাশ করা হয়। এখনও পর্যন্ত ভিডিওটি ৫৫ লাখের মতন মানুষ দেখেছেন। ১৮ হাজার মতন মানুষ ভিডিওটি লাইক করেছেন ও ৫০০ জন তাদের মতামত কমেন্টে জানিয়েছেন। এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলা থেকে এসেছে শুভেচ্ছাবার্তা।

Related Articles