কেরিয়ারের শুরুতে সিনেমা ফ্লপ হলেও সাফল্য আজ আকাশ ছোয়া! রইল আয়ুষ্মান খুরানার অজানা জীবনি কীর্তি

জীবনের প্রথম সিনেমা সুপারহিট এবং তার পরবর্তী তিনটি সিনেমা সুপার ফ্লপ। তবে তিনি লড়াই করে ফের নিজের জায়গা ফিরিয়ে এনেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা সম্পর্কে (Ayushmann Khurrana)। কিছুদিন আগেই ৩৮ বছরে পা দিলেন এই অভিনেতা। জন্মদিন উপলক্ষ্যে তার জীবনের নানান কাহিনী উঠে এসেছে।
১৯৮৪ সালের ১৪ই সেপ্টেম্বর চন্ডীগড়ে জন্ম হয়েছিল এই অভিনেতার। তার বাবা ছিলেন সেখানকার বিখ্যাত জ্যোতিষী। চন্ডী।গড় থেকে নিজের পড়াশোনা সম্পন্ন করেন এই অভিনেতা প্রথমে ইংরেজি সাহিত্যে স্নাতক স্তর এবং এরপরে সাংবাদিকতায় স্নাতকোত্তরের পড়াশোনা করেছিলেন আয়ুষ্মান। ছোট থেকে নানান সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা।
প্রথমে থিয়েটারের সাথে যুক্ত ছিলেন এরপরে সাংবাদিক হিসেবেও কাজ করেন। এরপর তিনি দিল্লীতে গিয়ে রেডিও জকি হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন। ধীরে ধীরে তিনি বিনোদন দুনিয়ার প্রতি আগ্রহী হয়ে পড়েন। এরপর ‘রোডিজ’এ অংশগ্রহণ করে সেখানে বিজয়ী হন। সেখান থেকে ধীরে ধীরে বলিউডের দরজা খুলে যায় তার জন্য। তার অভিনীত প্রথম সিনেমা ‘ভিকি ডোনার
২০১২ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমা সাড়া ফেলে দিয়েছিল বক্সঅফিসে। তবে এরপর তার তিনটি সিনেমা পরপর পর ফ্লপ হয়, ডুবতে বসে তার কেরিয়ার। এই বিষয়ে তিনি নিজের প্রথম সিনেমাকেই দায়ী করেন আয়ুষ্মান। কারণ, তিনি মনে করেন এই সিনেমাটি এতোটাই সুপারহিট ছিল যে মানুষের প্রত্যাশা বেড়ে গিয়েছিল বহুমাত্রায়। তবে থেমে যাননি তিনি, কেরিয়ারকে ফিরিয়ে এনেছেন ‘অন্ধাধুন’, ‘ড্রিম গার্ল’, ‘বাধাই হো’র মতোন সিনেমার মাধ্যমে।