উঁকি দিচ্ছে বেবি বাম্প, নতুন অতিথির অপেক্ষায় মধুবনীর সাথে রাজা

বলিউড থেকে টলিউড বর্তমানে সব্রত্র ঘুরে বেড়াচ্ছে খুশির খবর। মাত্র কয়েকদিন হলো মা হয়েছেন অনুষ্কা। অন্যদিকে আর মাত্র কয়েকদিনের অপেক্ষাতেই মা ডাক শুনতে চলেছেন অভিনেত্রী মধুবনী। বর্তমানে বেবি বাম্প স্পষ্ট মধুবনীর।
বহুদিন ধরেই জল্পনা চলছে অন্তঃসত্ত্বা টেলি অভিনেত্রী মধুবনী গোস্বামী। টেলিভিশনের পরিচিত মুখ মধুবনী গোস্বামী(Modhubani Goswami)৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের ওম-তোরাকে কে না চেনেন! গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মধুবনী এমন কিছু পোস্ট করছিলেন, যা দেখে অনুগামীরা আন্দাজ করতে পেরেছিলেন তিনি অন্তঃস্বত্ত্বা। অবশেষে নিজেই ছবি পোস্ট করে সুখবরটা দেন। স্বামী তথা অভিনেতা রাজা গোস্বামী বাংলা ধারাবাহিক ‘খড়কুটো’য় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন৷ ২০১৬ সালের ৯ ডিসেম্বরে রাজা-মধুবনীর বিয়ে হয়। একাধিক ধারাবাহিকে জুটি হিসেবে দেখা গিয়েছে রাজা-মধুবনীকে। টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় জুটি রাজা-মধুবনী। বর্তমানে আসন্ন সন্তানের অপেক্ষায় অপেক্ষারত তারা।
এরই মাঝে সকলের সামনে বেবি বাম্প নিয়ে হাজির মধুবনী। সম্প্রতি অভিনেত্রী তার স্বামীর সাথে আর নিজের বেবি বাম্পের সাথে ছবি পোস্ট করলেন। ছবিতে লক্ষ্য করা যাচ্ছে মধুবনীর পরণে নীল ডেনিম জিন্স আর নীল টপ। সঙ্গে অ্যাশ জ্যাকেট আর মাথায় সিদুঁর খোপা। কম যায়না অভিনেত্রীর স্বামী রাজাও। রাজার পরনে আকাশী নীল জিন্সের জ্যাকেট আর জিন্স। স্ত্রীর কাঁধে হাত রাজার আর মধুবনী নিজের বেবি বাম্পে হাত দিয়ে আঁকড়ে রয়েছে।
ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন,’পতি পত্নী অর ওয়ো’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে চরম ভাইরাল এই ছবি। নিজের অন্তঃসত্বা মুহূর্ত প্রতি মুহূর্তে অনুভব করছে মধুবনী।
কখনও বাড়ির ছাদে বেবি বাম্পের সাথে আবার কখনও টেডি বিয়ারের সাথে খেলতে ব্যস্ত থাকছেন অভিনেত্রী।