বিয়ে বাড়ির অনুষ্ঠানে তুমুল নাচে তোলপাড় সুন্দরী যুবতী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি প্রত্যেকের জীবনেই সোশ্যাল মিডিয়া দখল করেছে গুরুত্বপূর্ণ জায়গা। তারা কোথায় যাচ্ছেন, কী করছেন সমস্ত তথ্য ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয় নাচ, গান থেকে শুরু করে অন্যান্য প্রতিভাও উঠে আসে এর মাধ্যমে। আমরা সকলেই জানি, খুব অল্প খরচেই পৃথিবীর নানান প্রান্তে নিজের প্রতিভাকে পৌঁছে দেওয়া যায় সোশ্যাল মিডিয়ার দ্বারা। তাইতো সাম্প্রতিক সময়ে এটির ব্যবহার বেড়ে গিয়েছে বহু মাত্রায়।
অন্যদিকে চলতি বছরের শুরুতেই যেন বিয়ের মরশুম শুরু হয়েছে। একের পর এক তারকারা আবদ্ধ হয়েছেন বিবাহবন্ধনে। করোনা আবহেই ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়েছে সকলের। এই বিষয়ে পিছিয়ে নেই সাধারণ মানুষও। তারকাদের মতো অনেকেই বেঁধেছেন গাঁটছড়া। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়বে একের পর এক বিয়ের ছবি ও ভিডিও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ভিডিও।
তবে তাতে বিয়ে নয়, সেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় হিন্দি গান ‘সাকি সাকি’তে তুমুল নেচেছেন এক যুবতী। একটি বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথিদের সামনে, তার এই নৃত্য পরিবেশন দেখে প্রশংসা করেছেন সকলে। তখন তার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি।
কোনোরকম অনুকরণ না করে, নিজস্ব ভঙ্গিমায় তার সেই নাচের ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়েছে নিমেষে। পাশাপাশি সকলে তাকে প্রচুর ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।