১০১ বয়সী বৃদ্ধা মা হয়ে তাক লাগিয়েছিলেন বিশ্বকে! প্রকাশ্যে ভিডিও

প্রতিটি মেয়ের জীবনে অনেকগুলি ইচ্ছে যেমন থাকে তার মধ্যে একটি ইচ্ছে হল মা হওয়া। মা হওয়ার মধ্যে যে অনুভূতি রয়েছে তা সব মেয়েই আস্বাদন করতে চায়। সন্তানের মুখে মা ডাক কিংবা সন্তানকে ভালোবেসেই সে নিজেকে খুঁজে পায়৷ তাই অন্যান্য ইচ্ছের থেকে এই ইচ্ছেটা অনেকখানি জায়গা জুড়ে থাকে। অনেকেই সঠিক বয়সে মা হতে পারেন আবার কেউ কেউ বয়স পেরিয়ে গেলেও মা ডাক শুনতে পান না। তাও বয়স বাড়লেও মা ডাক শোনার চেষ্টা চালিয়ে যান।
তবে বয়স যত বাড়তে থাকে ততই কমতে থাকে শরীরের শক্তি। ভার বহন করার কার্যক্ষমতা। তাই বেশি বয়সে সন্তান শরীরে ধারণ করার মধ্যেও রয়েছে ঝুঁকি। তবে অনেকেই সেই ঝুঁকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মা হচ্ছেন বয়স্ক কালেও। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে যা সাড়া ফেলে দিয়েছে চারিদিকে। বেশি বয়সে মা হওয়ার তালিকায় সবার প্রথমে নাম ছিল দক্ষিন আফ্রিকাবাসী মালেগওয়ালে রামোকগোপা নামক এক ম’হিলার। তিনি ৯২ বছর বয়সে একটি সন্তানের জন্ম দেন।
তবে ঘটনাটি অনেক পুরোনো। ১৯৩১ সালে এই অবাক করা ঘটনাটি ঘটে। জানা যায় দক্ষিন আফ্রিকাবাসী ওই মহিলা ৯২ বছর বয়সে ২৫ ও ২৬ তম সন্তানের জন্ম দেন। এরপর কেটে গিয়েছে বহুদিন। ফের মা হওয়ার রেকর্ড গড়েছেন আরেক বৃদ্ধা যার বয়স ১০১ বছর, সুত্র অনুজাই জানাগেছে- তিনি এই রেকর্ড গড়েছেন ২০১৭-এর আগস্ট মাসের প্রথম স্পতাহে। ১৭তম সন্তানের জন্ম দেন ওই মহিলা। তিনি ইতালির বাসিন্দা, আনাতোলিয়া ভার্তাদেলারম। তবে তার এই মা হওয়ার যাত্রা খুব সহজ ছিল না। কারণ তার স্বামী মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে।
কিন্তু তিনি ফের এত বছর বাদেও মা হওয়ার স্বপ্ন দেখেন। তখন তিনি ইন্টারনেটের সাহায্যে একজন স্পার্ম ডোনারের সঙ্গে যোগাযোগ করেন। তাকে ওই বৃদ্ধা জানান তিনি তার স্বামীকে খুব ভালোবাসেন। তিনি স্পার্ম ডোনারকে কখনও স্বামী হিসেবে দাবি করবেন না বলেও জানান বৃদ্ধা। এরপর স্পার্ম ডোনার রাজি হলে তিনি ডিম্বাণু প্রতিস্থাপন করেন। অবশেষে তিনি মা হন। প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপের দেশগুলিতে ডিম্বানু প্রতিস্থাপন করা দণ্ডনীয় অপরাধ তাই ওই বৃদ্ধা তুরস্কের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করান। তার সদ্য জন্মানো সন্তানের সঙ্গে ছবি পোস্ট করতেই তা ভাইরাল।