বিনোদনভাইরাল ভিডিও

বিয়ের আগে মাথাভর্তি সিঁদুর পরে হিন্দি গানে তুমুল নাচ ‘খড়কুটো’র গুনগুনের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সাম্প্রতিক সময়ে টেলিভিশন ধারাবাহিকগুলির জনপ্রিয়তা কোন পর্যায়ে পৌঁছেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সন্ধ্যে নামলেই টিভির পর্দায় চোখ রাখেন বাড়ির বেশিরভাগ সদস্যেরা। সেরকমই একটি ধারাবাহিক ‘খড়কুটো’ খুব কম সময়ের মধ্যেই বিপুল পরিমাণে খ্যাতি অর্জন করেছে। আর সেখানের মূল চরিত্র গুনগুন ওরফে তৃণা সাহা যেন সকলের নয়নের মণি। শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।

পাত্র আর কেউ নন, পরিচিত মুখ নীল ভট্টাচার্য(Neel Bhattacharya)। জি বাংলার ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র নিখিল নামেই বেশি জনপ্রিয় তিনি। আগামী ৪ঠা ফেব্রুয়ারী চিরদিনের জন্য একে অপরের হয়ে যাবেন এই তারকা জুটি। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আইবুড়ো ভাত পর্ব, ব্যাচেলর পার্টি ও প্রি-ওয়েডিং ফটোশ্যুট। যেগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। একইসাথে শুভকামনা জানিয়েছেন অনুগামীরা।

অন্যদিকে এই ছবি ও ভিডিওগুলির পাশাপাশি সচরাচর নানা রিল ভিডিও পোস্ট করেন তৃণা(Trina Saha)। সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে ‘লত লগ গ্যায়ি’ গানে কোমর দুলিয়েছেন। আর রীতিমতো উষ্ণতা বাড়িয়েছেন এই অভিনেত্রী। প্রচুর রিয়্যাক্ট ও কমেন্টের সাথে সাথে ভাইরাল হয়েছে তার সেই ভিডিও। শ্যুটিং ফ্লোর থেকেই রেকর্ড করেছিলেন ভিডিওটি।

উল্লেখযোগ্য, বিয়ের দিন যত এগিয়ে আসছে তত তার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। তবে তার পাশাপাশি কাজেও মন দিয়েছেন তিনি। ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য তারা পৌঁছে গিয়েছেন শান্তিনিকেতনে। সেখান থেকেও একের পর এক ছবি পোস্ট করেছেন তিনি। এক কথায় বলতে গেলে কাজ ও ব্যক্তিগত জীবন মিলিয়ে প্রচুর ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন তৃণা।

Related Articles