টেক নিউজনিউজ

দিওয়ালির আগে বাজার কাপানো অফার জিওর, জলের দরে বাজারে ল্যাপটপ নিয়ে আসছে মুকেশ আম্বানি

পুজোর আগেই আবারও এক বড় চমক আনতে চলেছে জিও কোম্পানি। জিও কোম্পানি(Jio) অর্থাৎ রিলায়েন্স(Reliance) কোম্পানি অন্যান্য কোম্পানিকে টেক্কা দিয়ে বাজার দখল করার জন্য বিক্রি করতে চলেছে ল্যাপটপ। এবং এই কোম্পানির তৈরি এই ল্যাপটপের দাম অন্যান্য কোম্পানির তুলনায় অনেক কম অর্থাৎ জলের দরে পাওয়া যাবে এই ল্যাপটপ।

সূত্র মারফত জানা যায়, মুকেশ আম্বানির(Mukesh Ambani)এই ল্যাপটপ অনেক কম দামের হলেও তাতে থাকবে অনেক উন্নত প্রযুক্তি। জিও কোম্পানির এই ল্যাপটপ গঠন করার কাজে যুক্ত রয়েছে আন্তর্জাতিক কোম্পানি মাইক্রোসফট এবং কোয়ালকম। জিও কোম্পানির ল্যাপটপের কিছু অ্যাপ-এর ক্ষেত্রে সাহায্য করবে মাইক্রোসফট কোম্পানি এবং কম্পিউটিং চিপ শক্তিশালীভাবে তৈরি করবে কোয়ালকম কোম্পানি।

শোনা যাচ্ছে সম্প্রতি তিন মাসের মধ্যেই বাজারে লঞ্চ করতে চলেছে এই কম দামের ল্যাপটপ। যার মূল্য হবে মাত্র ১৫ হাজার টাকা। উল্লেখ্য বিষয় এই যে, ‘জিওবুক’ 4G কার্ড দিয়ে গঠন করা হলেও পরবর্তীকালে এটা 5G কার্ডের উপযোগী করে তোলা হবে। এবং ‘জিওবুক’এর সমস্ত অ্যাপ জিও স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও মুকেশ আম্বানির এই ল্যাপটপে জিওর নিজস্ব ‘OS’ সিস্টেম আছে।

এই জিও কোম্পানি সর্বপ্রথম ভারতে সবচেয়ে কম দামে 4G সিমকার্ড চালু করে বাজার দখল করেছিল ২০১৬ সালে। এরফলে ভোডাফোন(Vodafone), আইডিয়া(Idea), এয়ারটেল(Airtel) কোম্পানির অবস্থা সংকটজনক হয়েছিল। আবারো, বাজার হাতের মুঠোয় আনার জন্য এই কোম্পানি এইচপি(Hp), ডেল(Dell) প্রভৃতি বিভিন্ন কোম্পানিকে টেক্কা দিয়ে সব থেকে কম দামের ল্যাপটপ আনতে চলেছে বাজারে। যদিও নিশ্চিত ভাবে এই কোম্পানি ল্যাপটপের বিষয়ে এখনো কিছু জানায়নি।

Related Articles