বিনোদন

ঠিকরে বেরোচ্ছে গ্ল্যামার, লাস্যময়ী রুপে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন শাহরুখ-কন্যা

বলিউড বাদশা শাহরুখ খানের(Shahrukh Khan) একমাত্র কন্যা সুহানা খান(Suhana Khan)। তবে পরিবারের থেকে বহু দূরে থাকেন তিনি। কারণ, ব্রিটেনের আরডিংলে কলেজের পর, বর্তমানে চলচ্চিত্র নির্মাণ নিয়ে নিউইয়র্কে পড়াশোনা করছেন তিনি। এখনও পর্যন্ত বলিউডে পা রাখেননি সুহানা, বরং ব্যস্ত রয়েছেন পড়াশোনাতে। অন্যদিকে পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয় তিনি।

যেখানে তার বন্ধু ও অনুগামীর সংখ্যা প্রচুর। নিজের কাটানো বিভিন্ন মুহুর্তের ছবি তিনি শেয়ার করেন তাদের সাথে। সম্প্রতি পোস্ট করেছেন সেরকমই একটি ছবি। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘১৮ আর, নয়। এখন।’ ছবিতে তার সাথে রয়েছেন নিউইয়র্কের বন্ধুরা। তখন সুহানার পরনে ছিল বেইজ রঙা টু-পিস। পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে তার সেই ছবি। কমেন্টে বয়ে গিয়েছে প্রশংসার বন্যা।

প্রসঙ্গত, সচরাচর নিজের লাস্যময়ী ছবি পোস্ট করেন শাহরুখ কন্যা। আসলে বলিউডে প্রবেশ না করলেও, তার ফ্যাশন সেন্স হার মানাবে নামকরা অভিনেত্রীদেরও। তাইতো চোখে পড়ার মতো ফ্যানবেস তৈরি হয়েছে তার।

উল্লেখযোগ্য, বেশ কিছুদিন আগে বাড়ি এসেছিলেন তিনি। কয়েকদিন পরিবারের সাথে কাটিয়ে ফের ফিরে যান নিউইয়র্ক। তখন তাকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন বাবা ও ভাই। সেই ছবিও তুমুল ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।

Related Articles