বিয়ের পিঁড়িতে বসার আগে বলিউড স্টাইলে ঘনিষ্ঠতায় মত্ত সেলেব জুটি ওম-মিমি

করোনা আবহ থাকলেও থেমে নেই অনুষ্ঠান। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকল স্তরেই বিয়ের অনুষ্ঠান চলছে। টলিউডে রীতিমতো বিয়ের মরশুম শুরু হয়েছে। একের পর এক বিয়ে হচ্ছে তারকাদের। কেউ ধুমধাম করে বিয়ে করছেন, কারোর ঘরে আসছে নতুন অতিথি আবার কারোর রেজিস্ট্রি পর্ব। এভাবেই একের পর এক অনুষ্ঠান লেগে রয়েছে টলি পাড়ায়। ২০২১ সালের প্রথম দিনই নিজের রেজিস্ট্রি বিয়ের সুখবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান ওম সাহানি (Om Sahani) ও মিমি (Mimi Dutta) ।
তারা একে অপরকে বহুদিন ধরেই চেনেন। এবার সেই সম্পর্কে পড়তে চলেছে শিলমোহর। তাদের বিয়ের আইবুড়ো ভাত পর্বও শুরু হয়ে গিয়েছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। কখনও আইবুড়ো ভাত খাচ্ছেন কারোর বাড়িতে আবার রেস্তোরাঁয়। নানান অনুষ্ঠানের মাঝেই চলছে তাদের উদ্দাম প্রেম। এবার বলিউডের গানের তালে কোমর দুলিয়ে নাচলেন তারা। ভিডিওতে নাচের পাশাপাশি আইবুড়ো ভাতের নানান ছবিও রয়েছে।
খাবারের পদ রয়েছে প্রচুর, যেমন – মাংস, মাছ, চাটনি, পাপড়, দই, মিষ্টি। পাশে জ্বলছে প্রদীপ। ২০২১ সালের প্রথমদিন জীবনের অন্যতম শুভ কাজ সেরে ফেললেন ওম সাহানি (Om Sahani) ও মিমি (Mimi Dutta)। করোনা আবহের কারনে একেবারে ছোট করেই অনুষ্ঠান আয়োজন করা হয়। বর ও বৌ-কে সাধারণ সাজেই দেখা গিয়েছে।
মিমির পরনে ছিল বেনারসি শাড়ি ও তার সঙ্গে মানানসই সোনার গয়না। অপরদিকে ওমের পরনে নীল পাঞ্জাবি। দু’জনেই সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “এ যেনো রূপকথার মতন। ২০২০ আমাদের সাহস ও ভালোবাসা জুগিয়েছে”।