
বর্তমান সময়ে টেলিকম ইন্ডাস্ট্রিতে ‘জিও’ ঠিক কোন জায়গায় রয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কম খরচে যদি একাধিক সুবিধার কথা উঠে আসে তাহলে প্রথমেই নাম আসে ‘রিলায়েন্স জিও’ সংস্থার। একের পর এক সস্তার প্ল্যান এনে বর্তমানে গ্রাহকদের প্রিয় টেলিকম সংস্থা হয়ে উঠেছে ‘জিও’। তাইতো এই সংস্থাকে এখনো পর্যন্ত অন্য কোনো সংস্থা টেক্কা দিতে পারেনি।
তবে এই প্রথমবার ‘বিএসএনএল’এর তরফ থেকে এমন একটি রিচার্জ প্ল্যানের কথা বলা হয়েছে যা ‘রিলায়েন্স’কেও হার মানাতে পারে। কারণ, এই প্লানের মূল্য ২০ টাকারও কম। আসুন তাহলে সেই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে গ্রাহকরা এমন প্ল্যান চাইছেন সেগুলি যেন তাদের পকেটসুলভ হয়।
গ্রাহকদের কথা মাথায় রেখে এবার সেরকমই কিছু প্ল্যান নিয়ে এসেছে ‘বিএসএনএল’ সংস্থা। অনেকেই এমন রয়েছেন যারা শুধুমাত্র সিম সক্রিয় রাখার জন্য কম খরচের প্ল্যান খোঁজেন। তাদের কথা ভেবেই এই প্লানটি নিয়ে এসেছে ‘বিএসএনএল’। জানা গিয়েছে, প্রিপেইড প্ল্যানটির মূল্য মাত্র ১৯ টাকা। যা রিচার্জ করলে পুরো ৩০ দিনের বৈধতা পাওয়া যাবে। এই রিচার্জে কলরেট হবে ২০ পয়সা। আর গোটা মাস ধরে ইনকামিং এবং আউটগোয়িং কল সক্রিয় থাকবে।
এখানেই শেষ নয় আরো বেশ কিছু প্ল্যান নিয়ে এসেছে এই সংস্থা। যেমন ৩০ দিনের জন্য রয়েছে ১৪৭ টাকার একটি প্ল্যান। যার দ্বারা পাওয়া যাবে আনলিমিটেড কল এবং ১০ জিবি ডেটা। একইসাথে রয়েছে বিনামূল্যে বিএসএনএল টিউন। ১০০ টাকার কমে আরো একটি রিচার্জ প্ল্যান হলো ৭৫ টাকার রিচার্জ প্ল্যানটি। যার দ্বারা পুরো মাসে ২০০ মিনিট পর্যন্ত লোকাল এবং ন্যাশনাল কল পাওয়া যাবে। এছাড়া ৩০ দিনের জন্য ২ জিবি মোবাইল ডেটাও রয়েছে। তবে এই প্ল্যানে কোনো এসএমএস’এর সুবিধা পাওয়া যাবে না।