অফবিট

ছোট্ট শিশুকে মাতৃস্নেহে দুধ খাইয়ে ঘুম পাড়াল খুদে বেড়াল, ঝড়ের বেগে ভাইরাল সিই ছবি

অনেকেই আছেন যারা বাড়িতে পশুপাখি পোষেন। তাদের যত্ন নেন এবং সেই পশুপাখিরা পোষ মানলে ধীরে ধীরে মালিককে চিনতে শুরু করে। বাড়িতে অনেকে কুকুর, বিড়াল পোষেন।

মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও আমরা দেখি বা খবর জানতে পারি যেখানে পোষ্য কুকুর তার মালিককে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়ে তোলে। বাড়িতে এইসব পশু থাকলেও চোরেদের উৎপাত থেকেও রেহাই পাওয়া যায়।

তবে অনেকে বিড়াল পোষেন। বিড়াল শান্ত স্বভাবের প্রাণী। তার খেলাধুলা, কিংবা সেই ছোট্ট শরীরের জন্য বিড়ালকে অনেকে পছন্দ করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিড়ালের সঙ্গে একটি খুদের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যম এমন একটি জায়গা যেখানে ইতিবাচক কিংবা নেতিবাচক সকল জিনিসই ভাইরাল হয়। তবে বিড়ালের সঙ্গে খুদে বাচ্চাটির ছবিগুলি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

ছবিগুলিতে দেখা যাচ্ছে নীল জামা পরিহিত একটি শিশুকে। শিশুটির মুখে দুধের বোতল গুঁজে দিতে দেখা গিয়েছে বিড়ালটিকে। ছোট্ট শিশুটির প্রতি বিড়ালটির এমন যত্ন প্রশংসা পেয়েছে নেট দুনিয়ার মানুষের কাছে। অনেকেই ছবিগুলিকে মিষ্টি, সুন্দর বলে কমেন্ট করেছেন।

তবে অনেকেই সাবধান করেছেন বিড়ালের ছোঁয়া যেনো শিশুটির না লাগে। বিড়াল থেকে নানান রোগ হওয়া সম্পর্কে অনেকেই সচেতন করেছেন। তবে যাই হোক বাবা মা’য়ের অনুপস্থিতিতে বিড়ালের শিশুটির প্রতি দায়িত্ব পালনের এই মিষ্টি ছবিগুলি বর্তমানে বেশ ভাইরাল সামাজিক মাধ্যমে।

Related Articles