ভাইরাল ভিডিও

খোলা মেলা পোশাকে উত্তাল নাচ চাহালপত্নীর, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় ইনস্টাগ্রাম

সোশ্যাল মিডিয়ায় অতিমারীকালীন লকডাউনে তাদের আলাপ। তারপর করোনা আবহে সেরে ফেলেন বিয়ে। বলা হচ্ছে ক্রিকেটার যুজবেন্দ্র চহাল ও ধনশ্রী বর্মার কথা। ইউটিউবে ধনশ্রীর নাচের ভিডিও দেখে নাচের স্টেপ শেখার জন্য যোগাযোগ করেন যুজবেন্দ্র। তারপর প্রেম থেকে পরিনয়।

বর্তমানে তারা রীতিমতো নামকরা সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি। মাঝেমাঝেই নানক ভিডিও ছবি আপলোড করতে দেখা যায় তাদের। বিশেষত যুজবেন্দ্র স্ত্রী ধনশ্রী বর্মা নিজের নিত্যনতুন ডান্স ভিডিও পোস্ট করেন। দক্ষ নৃত্যশিল্পীর নাচ তাই ভাইরাল হতে সময় নেয় না।

সম্প্রতি তিনি আবার ভাইরাল হলেন জনপ্রিয় হিন্দি ফিল্ম ব্লাফ মাস্টার এর বুরে বুরে গানের তালে নেচে। ফ্রিষ্টাইল ডান্স ও হিপহপের কিছু স্টেপ ব্যবহার করে অসাধারণ নাচ করেছেন তিনি। তার নাচ সত্যি প্রশংসার দাবী করে। তার এই নাচের ভিডিওটি আপলোড করতে না করতেই নিমেষে ওয়ান মিলিয়ন ভিউয়ার্স ছাড়িয়েছে। যুজবেন্দ্রও কমেন্ট করে লিখেছেন যে তিনি ধনশ্রীর জন্য গর্বিত।

একজন নৃত্যশিল্পী ছাড়াও তিনি পেশায় চিকিৎসক। এত গুনের অধিকারী হওয়ার পরও একসময় ক্রিকেট ম্যাচের যুজবেন্দ্র খারাপ ফল করায় তাকে দায়ী করা হয়। এই সময় বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা ধনশ্রী পাশে দাঁড়িয়েছিলেন। বলেছিলেন পুরুষদের কিছু খারাপ হলেই নারীদের দায়ী করা অন্যায় এবং অমানবিক।

বর্তমানে তারা বেশ সুখের সংসার করছেন। বিয়ের পর থেকেই ধনশ্রী নাচের ভিডিও বেশি ভাইরাল হওয়া শুরু হয়েছে। নেটিজেনরাও তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Related Articles