চাণক্য নীতি: এই ৫ গুণ থাকলে আপনিও একজন বুদ্ধিমান

জীবনে চলতে গেলে যেমন খাদ্য ও বাসস্থানের দরকার তেমনি দরকার বুদ্ধিরও। বুদ্ধি না থাকলে অনেক কাজ কঠিন হয়ে যায়। তাই উপযুক্ত বুদ্ধি সহজ পথ দেখাতে পারে জীবনের পথে। আমাদের ভারতবর্ষের ইতিহাসে একজন জ্ঞানী ও বিশেষজ্ঞ ছিলেন যিনি হলেন আচার্য্য চাণক্য (Chanakya)। তিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন, যেমন অর্থনীতি, কূটনীতি, রাষ্ট্রবিজ্ঞান,সমাজবিজ্ঞান সহ প্রভৃতি বিষয়ে।
এই মহাজ্ঞানী ব্যক্তি নানান নীতির কথা বলেছেন যা মানুষের জীবনের পথে তাকে আরও বুদ্ধিমান করে তোলে। আর এই কারণে বহু প্রাচীনকাল থেকেই মানুষ চাণক্যনীতি অনুসরণ করে। আর সেই নীতিগুলিকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন। চাণক্যের মতে বুদ্ধিমান ব্যক্তি যিনি সবসময় সমাজের কাছে সমাদর পান। তাকে সকলেই সম্মান করেন। চাণক্য নির্দিষ্ট কয়েকটি নীতির কথা বলেছেন যা থাকলে ব্যক্তিকে বুদ্ধিমান বলা চলে।
তার মতে, জীবনে চড়াই যেমনি রয়েছে তেমনি উৎরাই রয়েছে। তাই জীবনে খারাপ সময়ে এলে ভেঙে পড়লে চলবে না। এমন একজন ব্যক্তি যার শক্তি ও যোগ্যতার সত্যিকারের জ্ঞান রয়েছে। যিনি নিজের ক্ষতির সময় দুঃখ সহ্য করার ক্ষমতা রাখেন। যিনি অসময়ে ভেঙে পড়েন না। জীবনের প্রতিটি বাধা যিনি অতিক্রম করতে পারেন তাকে বুদ্ধিমান বলা যায়।
যিনি শীত, উত্তাপ, ভয়, স্নেহ, সম্পদ ও দারিদ্রতায় কখনও ভেঙে পড়েন না এবং নিজের জীবনের বাধা অতিক্রম করতে সক্ষম তাকেই বুদ্ধিমান বলা যায়। এছাড়াও তিনি বলেছেন, যিনি সৎ পথে জীবনযাপন করেন, ভুল কাজ থেকে নিজেকে দূরে রাখেন তিনিই বুদ্ধিমান। এছাড়া নিজের জীবনে বুদ্ধির দ্বারা সাফল্য অর্জন করেন তাকেই বুদ্ধিমান বলা যায়। যে ব্যক্তি কোনো পরিকল্পনা করলে তা সাফল্য না পাওয়া পর্যন্ত প্রকাশ করেন না তিনি বুদ্ধিমান ব্যক্তি।