বিনোদন

শাড়ি পরে চমকে দিল শিশুশিল্পী Arshiya Mukherjee, মিষ্টি লুকে ভাইরাল ‘ভুতু’

একসময় টেলিভিশনের পর্দায় একটি ছোট্ট ভুতের কাহিনি অবলম্বনে একটি ধারাবাহিক হতো। আর সেই ধারাবাহিকটি খুব তাড়াতাড়ি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলো। ধারাবাহিকটির নাম হলো ‘ভুতু’।আর এই ‘ভুতু’ ধারাবাহিকে একটি ছোট্ট মেয়ে অভিনয় করতো। তার অভিনয় গোটা বাংলার দর্শকদের মনে জায়গা করে নেয়। খুব রাতারাতি জনপ্রিয় হয়ে যায় ‘ভুতু’ ধারাবাহিক।

ছোট্ট ভুতুর চরিত্রে অভিনয় করেছিল শিশুশিল্পী আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee)। তার দুষ্টু মিষ্টি অভিনয় বেশ মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। ধারাবাহিকে ভুতু বাড়ির সিঁড়ি থেকে খেলতে গিয়ে মারা যায়। ভুতু রক্তমাংসের মানুষটি মারা গেলেও বেঁচে থাকে তার আত্মা। আর সে বেঁচে থাকে নিজের বাড়িতেই। ভুতু ধারাবাহিকে সে অনেকের সমস্যার খুব সহজেই সমাধান করে দিতো। বাচ্চা ভুতুর নানান কারসাজির মাধ্যমে সামনে চলে আসতো নানান ধরনের খাবার।

ছোট্ট ভুতুর চরিত্রে আর্শিয়ার অভিনয় বেশ প্রশংসা পায় দর্শকমহলে। ধারাবাহিক এতটাই জনপ্রিয় হয়ে যায় যে তা বাংলা ছেড়ে হিন্দিতেও অনুষ্ঠিত হয়। সেখানেও ভুতুর চরিত্রে অভিনয় করতে দেখা যায় আর্শিয়াকে। দুটি ভাষার ধারাবাহিকে আর্শিয়া গোটা দেশেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে৷ এরপর ছোট্ট আর্শিয়া বাড়ি ফিরে আসে। আর্শিয়া সম্প্রতি এগারো বছরে পা দিয়েছে।

তবে শোনা যাচ্ছে খুব শিগগিরই সে পর্দায় ফিরবে। তবে সেসব যাই হোক সে এখন সাজগোজে বেশ মশগুল। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে ছোট্ট আর্শিয়ার। সেই ছবিতে তাকে দেখা যাচ্ছে পরনে রয়েছে তার গোলাপি রং-এর শাড়ি। কপালে ছোট্ট একটি টিপ ও চুল বিনুনি করে বাঁধা। এই সাজেই তাকে বেশ মিষ্টি লাগছে। এই ছবি পোস্ট করে খুদে আর্শিয়া লিখেছে “আমি শাড়ি পরতে ভালোবাসি”।

Related Articles