বিনোদন

সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল ‘করিশ্মা কাপুর ও করিনা কাপুর খান’-এর কিছু না দেখা ছবি

বলিউড ইন্ডাস্ট্রিতে দুইজন নামকরা অভিনেত্রী হলেন করিনা কাপুর খান(Kareena Kapoor Khan) ও করিশ্মা কাপুর(Karishma Kapoor)। তারা দুজনেই অভিনেতা রণধীর কাপুরের(Randhir Kapoor) মেয়ে। যদিও বর্তমানে করিশ্মাকে আর তেমন কোনো সিনেমায় দেখা যায় না, তবে করিনা আজও রাজ করছেন বলিউডে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের ছোটোবেলার ছবি।

যার একটিতে দেখা যাচ্ছে বাবা-মায়ের কোলে বসে রয়েছেন দুই বোন। আবার কয়েকটিতে তাদের দুজনকে দেখা গিয়েছে। পোস্ট হতেই নিমেষে ভাইরাল হয়েছে তাদের ছবিগুলি। পাশাপাশি কমেন্টে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা। উল্লেখযোগ্য, ১৯৯১ সালে মাত্র ১৭ বছর বয়সে অভিনয় জগতে প্রবেশ করেন করিশ্মা। এরপর দর্শকদের উপহার দিতে থাকেন একাধিক সুপারহিট সিনেমা।

যেই তালিকায় রয়েছে, ‘রাজা হিন্দুস্থানি’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘হাম সাথ সাথ হ্যায়’ প্রভৃতি। তবে কর্মজীবনে সাফল্য পেলেও, সাংসারিক জীবন তার মোটেই সুখকর নয়। ২০১৪ সালে স্বামী সঞ্জয় কাপুরের(Sanjay Kapur) সাথে বিচ্ছেদ হওয়ার পর, বর্তমানে দুই সন্তানকে নিয়ে একাই থাকেন তিনি। তবে দিদির জীবনের থেকে সম্পূর্ণ আলাদা করিনার জীবন।

কেরিয়ারে সাফল্য লাভের পর ২০১২ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা সঈফ আলি খানের(Saif Ali Khan) সাথে। এরপর ২০১৬ সালে জন্ম হয় প্রথম সন্তান তৈমুরের(Taimur Ali Khan)। শুধু তাই নয় সম্প্রতি তিনি জন্ম দিয়েছেন দ্বিতীয় সন্তানের।

স্বামী, সন্তান, সংসার সামলে কর্মজগতেও সমানভাবে সক্রিয় বলিউডের ‘বেবো’। তার কয়েকটি জনপ্রিয় সিনেমা হল, ‘থ্রি ইডিয়টস’, ‘কভি খুশি কভি গম’, ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ প্রভৃতি।

Related Articles