নিউজভাইরাল ভিডিও

সামনে এল তথ্য, Galwan-সংঘর্ষের ভিডিও প্রকাশ চিনের

গত বছর ১৫ই জুন ভারতের গালোয়ান উপত্যকায় এক রক্তক্ষয়ী সংগ্রাম হয়। চিনের সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। আর এই সংগ্রামের পর ভারতীয় সেনাদের মধ্যে ২০ জন প্রাণ হারান। এই ঘটনার পর গোটা ভারতবর্ষ ফুঁসে ওঠে চিনের বিরুদ্ধে। একের পর এক স্তর থেকে প্রতিবাদের মিছিল নেমে আসে। দেশের জন্য শহীদ হন তরতাজা ২০ ভারতীয় প্রাণ।

সেইসময় চিন তাদের সেনা মৃত্যুর ঘটনা অস্বীকার করলেও এতদিন পর একটি ভিডিও প্রকাশ করল চিন। আর এই ভিডিও প্রকাশের পর বৈদেশিক মহলে উঠেছে জোর চর্চা। বেজিং স্বীকার করল সেই রক্তক্ষয়ী সংগ্রামের পর ৫ জন চিনা জওয়ানের মৃত্যু ঘটেছে। জানা গিয়েছে পিপলস লিবারেশন আর্মি (People’s Liberation Army)-র ৪ জন অফিসার এবং ১ জন জওয়ানের মৃত্যু ঘটেছে। তবে ঘটনার আট মাস পরে বেজিং-এর তরফে ওই ঘটনার ভিডিও প্রকাশের কারণ কী!

এই নিয়েই চলছে জল্পনা। মনে করা হচ্ছে, চিন তার আভ্যন্তরীণ ক্ষোভকে প্রশমিত করতে ভিডিওটি প্রকাশ করেছে। তবে ভারত এইদিক থেকে কূটনীতিক সাফল্যই দেখছে। যদিও চিনের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি। দেশের মানুষের ক্ষোভকে প্রশমিত করার উদ্দেশ্য নাকি অন্য কোনো কারণ সে বিষয়ে কোনোরকম সূত্র পাওয়া যায়নি।

বেজিং-এর তরফে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় চিন ও ভারতীয় সেনারা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আর সেই যুদ্ধে প্রাণ হারান ২ জন ভারতীয় সেনা এবং মৃত্যু হয় ৫ জন চিনা সেনার। বেজিং অবশেষে স্বীকার করল সেই যুদ্ধে চিনা সেনার মৃত্যুর খবর।

Related Articles