বিনোদন

Cleavage Queen Sonam K Ahuja, একাধিকবার অন্তর্বাসে লেন্সবন্দী অভিনেত্রী ছবি ভাইরাল

জনসমক্ষে ওয়ার্ড্রোব ম্যালফাংশন ব্যাপারটি যে মোটেই সুখকর নয়, তা আমাদের সকলেরই জানা। অনেক সময় এই কারণে প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি প্রত্যেকের জীবনেই কখনও না কখনও ঘটনাটি ঘটেছে। তবে যার সবচেয়ে বেশি ঘটেছে, তিনি হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর(Sonam K Ahuja)। একাধিকবার অনুষ্ঠানে গিয়ে ওয়ার্ড্রোব ম্যালফাংশনের শিকার হয়েছেন তিনি।

আজ আমরা জানবো সেরকমই কয়েকটি ঘটনা সম্পর্কে। ‘ইন্ডিয়া টুডে’ ও ‘কসমোপলিট‍্যান’-এর যৌথ উদ্যোগে আয়োজন করা একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার পরনে ছিল গাউন। তবে মিডিয়ার সামনে পোজ দিতে গিয়েই ঘটে বিপত্তি। পিছনে ফিরতেই ক্যামেরাবন্দী হয় গাউনের উপর থেকে বেরিয়ে থাকা স্ট্র্যাপলেস ব্রা। তবে সেই পরিস্থিতিতে সোনম কোনওরকম অস্বস্তি না দেখিয়ে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পেরেছিলেন।

অন্য এক পার্টিতে তার কালো গাউনের ফাঁক দিয়ে বেরিয়ে যায় স্তনের কিছুটা অংশ। অস্বস্তি বোধ করলেও সেখান থেকে বেরিয়ে আসার ছিল না কোনো উপায়।

এখানেই শেষ নয়, একটি ভ্লগের জন্য মেকআপ করাকালীন, সোনম তার অন্তর্বাস নিয়ে প্রবল সমস্যার সম্মুখীন হন। এই অবস্থায় কোমরের কাছে অন্তর্বাসের স্ট্র্যাপ ধরে সামাল দিয়েছিলেন তিনি। এসবের মাঝেই কাজ নিয়ে তুমুল ব্যস্ত এই অভিনেত্রী।

খুব শীঘ্রই আসতে চলেছে তার পরবর্তী ছবি ‘ব্লাইন্ড।’ সেই শ্যুটিংয়ের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। বর্তমানে এই সিনেমার শ্যুটিং চলছে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। যার পরিচালনায় রয়েছেন সোম মাখিজা। উল্লেখযোগ্য, কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই নিজের নানানরকম ছবি পোস্ট করে থাকেন।

Related Articles