অফবিট

বাড়ির টবেই সুন্দর গোলাপ চাষ করুন, শিখে নিন সহজ পদ্ধতি

এমন মানুষ নেই যিনি গোলাপ ফুল ভালোবাসেন না। গোলাপ এমন একটি ফুল যা একগুচ্ছ পাপড়ি নিয়ে একসঙ্গে থাকে। আর এরজন্যই গোলাপকে দেখতে এত সুন্দর লাগে। ভালোবাসা ব্যক্ত করতে যদি কোনো ফুলের ব্যবহার হয় তার মধ্যে সবার প্রথমে থাকবে গোলাপ। গোলাপ ফুল যেমন কাউকে দিলে সে খুশি হয় তেমনি যদি নিজের বাড়িতে গোলাপ ফুল গাছ লাগনো থাকে তাহলে নিজেরও ভালো লাগে।

তাই বাড়ির ফাঁকা জায়গায় কিংবা ব্যালকনিতে বা বাড়ির ছাদে গোলাপ গাছ চাষ করা যেতে পারে। গোলাপ গাছ খুব সহজেই যেকোনো পরিবেশে মানিয়ে নিতে পারে। তাই গোলাপ গাছ চাষ করার কয়েকটি পদ্ধতি জেনে নিন-

গোলাপ গাছ মূলত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রোপণ করার যথার্থ সময়। তাই চেষ্টা করুন এই সময়ের মধ্যে গোলাপের চারা রোপন করার। একটি আট ইঞ্চি টব নিতে হবে। টবের মধ্যে দোআঁশ মাটি, গোবর সার, পাতা পচা সার, বালি, সরিষার খোল, ডিমের খোশা গুঁড়ো কিছু পরিমাণ মিশিয়ে দিতে হবে। এরপর ওই টবে গোলাপের চারা সংগ্রহ করে মাঝখানে রোপণ করতে হবে। টবে জল দিতে হবে দুই থেকে তিন দিন পর পর।

টবটি এমন জায়গায় রাখতে হবে যেখানে ছয় থেকে আট ঘন্টা রোদ পায়। তবে গ্রীষ্মকালে প্রখর রোদ থেকে বাঁচাতে টবটি মাঝেমধ্যে ছায়ায় রাখতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে চারাতে যেনো কখনই প্রখর রোদ কিংবা বেশি বৃষ্টির জল না পায়। এছাড়া টবে জল যাতে না জমে থাকে তা লক্ষ্য রাখতে হবে। এরপর মরা ডাল কেটে দেওয়ার পর টবের চারিদিকে গোবর সার ছড়িয়ে দিন।

গোলাপ গাছে নানান পোকামাকড়ের আক্রমণ ঘটে। তাই গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে জলের মধ্যে আগের দিন রাত্রে রসুন থেতো করে ও গুঁড়ো লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন ওই জল গাছে দিলে পোকামাকড় আর থাকবে না৷ এরকম ভাবে যত্ন করলে সেই গাছটি ১৫ থেকে ২০টি ফুল দেবে।

Related Articles