ভাইরাল ভিডিও

গলায় ঘন্টা বাঁধা, ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট গো-মাতা, তুমুল ভাইরাল ভিডিও

অনেকেই আছেন যারা বাড়িতে পশুপাখি পোষেন। তাদের যত্ন নেন এবং সেই পশুপাখিরা পোষ মানলে ধীরে ধীরে মালিককে চিনতে শুরু করে। বাড়িতে অনেকে কুকুর, বিড়াল পোষেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও আমরা দেখি বা খবর জানতে পারি যেখানে পোষ্য কুকুর তার মালিককে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়ে তোলে।

বাড়িতে এইসব পশু থাকলেও চোরেদের উৎপাত থেকেও রেহাই পাওয়া যায়। তবে অনেকে বিড়াল পোষেন। বিড়াল শান্ত স্বভাবের প্রাণী। তার খেলাধুলা, কিংবা সেই ছোট্ট শরীরের জন্য বিড়ালকে অনেকে পছন্দ করেন। আবার কুকুর প্রভুভক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে নজর রাখে। অনেকে পাহারা রাখার জন্য কুকুর পোষেন।

তাই বাড়িতে এমন কুকুর বেড়াল কিংবা অন্যান্য পশু পোষা খুবই সাধারণ ব্যাপার। আর এই পশুরা ধীরে ধীরে বড় হয় এবং বাচ্চা প্রসব করে। কোনো প্রাপ্ত বয়স্ক পশুপাখি কিংবা মানুষের থেকে সবসময় তার বাচ্চাটি বেশি সুন্দর হয়। অর্থাৎ ছোটোবেলাতে সকল শ্রেণির প্রাণীদের দেখতে সুন্দর লাগে।

আর তাই তাদের কান্ডকারখানাও মিষ্টি লাগে। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটিও একটি বাছুরের। একটি বাছুরকে দেখা যাচ্ছে গলায় ঘন্টা বেধে ঘুরে বেড়াতে। মালিকের বাড়িতেই গলায় ঘন্টা বেধে ঘুরছে সে। ওই বাছুরটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির গোরুর ছানা। এদের উচ্চতা হয় ৩ থেকে ৪ ফুট। ওজন হয় ২০০ কেজি। বাছুরের ভিডিওটি এখন ভাইরাল নেট দুনিয়ায়।

Related Articles