অফবিট

বাবা ১জন আর ১৫০ ভাইবোন! ফাঁস হল বৃহত্তম বহুকামী পরিবারের কেচ্ছা

একান্নবর্তী পরিবার কার না পছন্দের? প্রতিদিন হই হুল্লোর মজা, খাওয়া-দাওয়া সব কিছু সম্ভব একান্নবর্তী পরিবারে। ভাই বোন কাকা জ্যাঠা মিলেই হয় জমজমাট একান্নবর্তী পরিবার।

কোনও একান্নবর্তী পরিবারের সদস্য সংখ্যা ১৫০ থাকে অথবা ২০০। কিন্তু কখনও এটা ভেবেছেন একটি মাত্র পরিবার যেখানে বাবা এক কিন্তু ভাই-বোনের সংখ্যা ১৫০ এটাও সম্ভব। হ্যাঁ সম্ভব এবার এমনই এক পরিবার ধরা পরল।

সম্প্রতি,১৯ বছরের মার্লিন ব্ল্যাকমোর নিজের বিশাল পরিবারের কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর এই পরিবারের অন্যতম পরিচিত ব্যক্তি কানাডার উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির স্ত্রীর সংখ্যা ২৭। তার ছেলে-মেয়ে রয়েছে ১৫০টি। বিস্ময়কর হলেও এটাই সত্যি।

বাবা, ১৫০ ভাই-বোন এবং ২৭ জন মাকে নিয়ে বিশাল পরিবারের সদস্যরা কেউ আলাদা থাকেন না। সকলেই একই বাড়িতে থাকেন। এত জনের জন্য বাজার থেকে জিনিস কেনাও কতটা সমস্যার। সে জন্যই তাদের বাড়ির মধ্যেই হয় শাকসব্জির চাষ।

সোশ্যাল মিডিয়ায় নিজের পরিবারের কথা জানিয়ে মার্লিন বলেন তাদের ১৫০ জন ভাইবোনের মধ্যে সব থেকে বড়জনের বয়স ৪৪ বছর। সব থেকে ছোটজনের বয়স ১ বছর। প্রত্যেকে তাদের গর্ভধারিণী মাকে ‘মাম’ বলে ডাকেন। বাকি সৎ মায়েদের ডাকেন ‘মাদার’বলে।

দুই ভিন্ন মায়ের সন্তান। কিন্তু তাদের জন্ম একই দিনে তাদের বাড়িতে এ রকম উদাহরণও রয়েছে। ভাইবোনেরা একই স্কুলে পড়ে। সেই স্কুলের মালিক তার বাবা উইনস্টোন। অস্বাভাবিক বড় পরিবারে নিজের ভাইবোনদের সামলাতে সামলাতে বাইরের কারও সঙ্গে তাদের সে ভাবে বন্ধুত্ব গড়ে ওঠে না বলেই জানিয়েছেন মার্লিন।

Related Articles