বিনোদন

সর্বনাশ! ‘নিতম্ব’ বার করে মরুভূমিতে সলমান খানের হবু বউদি!

একসময় বলিউডের জনপ্রিয় জুটি ছিল আরবাজ খান ও মালাইকা অরোরা খান। তবে ২০১৬ সালে স্ত্রী মালাইকা অরোরা খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে আরবাজের। তবে জীবনে থেমে থাকেননি বলিউড অভিনেতা তথা প্রযোজক আরবাজ খান। সম্পর্কে জড়িয়েছেন সুপার মডেল জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে। ইটালিয়ান মডেল ও অভিনেত্রী জর্জিয়া। আরবাজের সাহায্যেই বলিউডে কেরিয়ার গড়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সচরাচর নানা ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। আগেও যথেষ্ট শিরোনামে থাকতেন তিনি। তবে আরবাজের(Arbaaz Khan) সঙ্গে সম্পর্কে জড়ানোর পর, তাকে ঘিরে চর্চা যেন আরও বেড়ে গিয়েছে বহুমাত্রায়। সম্প্রতি কিছু সাহসী ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা গিয়েছে সাদা বিকিনি পরিহিত অবস্থায় উটের পিঠে বসে আছেন তিনি।

পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে সেই ছবি। অনেকে বলেছেন মরুভূমির উষ্ণতা যেন বেড়ে গিয়েছে বহুগুণে। তবে প্রশংসার পাশাপাশি অনেকেই এই অশালীন পোজের জন্য কটাক্ষ করেছেন তাকে। কেউ কেউ আবার ছবিগুলি দেখে হাসিও থামাতে পারেননি। কারণ, উটের পিঠে বসা অবস্থায় এই পোশাক মোটেই দৃষ্টি সুলভ নয়।

উল্লেখযোগ্য, আরবাজের(Arbaaz Khan) থেকে ২২ বছরের ছোটো জর্জিয়া। যদিও নিজেদের ভালো বন্ধু বলেই দাবী করতেন তারা। তবে বিচ্ছেদের পর তিনি জানিয়েছেন বিশেষ কোনো ব্যক্তির আগমন ঘটেছে তার জীবনে। এরপর থেকেই একসাথে প্রচুর ছবি দেখা যায় তাদের। প্রথম দিকে লুকোচুরি করলেও, পরে সবটা সামনে আসে। বর্তমানে তাদের জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই অনুগামীদের।

Related Articles