কপালে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র, চুপিচাপি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী তনুশ্রী? ভাইরাল ছবি

টলিউডে লেগেছে বিয়ের ধুম। একের পর এক তারকাদের বিয়ে হচ্ছে বেশ ধুমধাম করেই। সম্প্রতি বিয়ে সম্পন্ন হয় অভিনেতা নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) ও তৃণা সাহার (Trina Saha)। অপরদিকে ওম সাহানি (Om Sahani) ও মিমি দত্ত (Mimi Dutta) বিয়ে করেন। আর সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। একের পর এক বিয়েতে মেতে উঠেছে টলিউড। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় বিয়ের পিঁড়িতে বসেন তারকা সৌরভ বন্দ্যোপাধ্যায় (Sourav Bandyopadhyay) ও ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chattopadhyay) ।
ডিসেম্বরের শেষের দিকে গাঁটছড়া বাধেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chattopadhyay) ও দেবলীনা কুমার (Devlina Kumar)। এরকম বিয়ের মরশুমে এবার চুপিচুপি কী বিয়ে সেরে ফেললেন তনুশ্রী চক্রবর্তী (Tonushree Chakrabarty) ! কাউকে কিছু বুঝতে না দিয়ে একেবারে বিয়ে করে ফেললেন তনুশ্রী! রবিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী তনুশ্রী। এরপর জোর জল্পনা শুরু হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে তনুশ্রীর কপালে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র। আর এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই ছবিতে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakrabarty) লিখেছেন, “শেষমেশ বিয়ে করে ফেললি, ডাকলি না”। তবে করে সত্যিই বিয়ে করে ফেললেন তনুশ্রী! না তিনি বিয়ে করেননি। সেটি কোনো ছবির প্রমোশনের ছবি। আর তা নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী।
জানা গিয়েছে, সিনেমার নাম ‘আবার বছর কুড়ি পরে’। ছবিতে তনুশ্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। সম্প্রতি একটি জনপ্রিয় রিয়েলিটি গেম শো-তে গিয়ে তনুশ্রী জানিয়েছেন পাত্র ব্যবসায়ী। অনেক জোরাজোরি করার পর তিনি এই কথা জানান। তবে কবে তিনি বিয়ে করবেন সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী।