বিনোদন

অভিনেত্রি Nusrat Jahan-কে বিবাহবিচ্ছেদের নোটিস দিলেন Nikhil jain !

বিয়ের দুবছর কাটতে না কাটতেই ভাঙতে চলেছে সংসার। যার কথা বলা হচ্ছে, তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। ২০১৯ সালের ১৯শে জুন বিদেশে গিয়ে মহা আড়ম্বরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ব্যবসায়ী নিখিল (Nikhil Jain) জৈনের সাথে। বিয়ের আগে থেকেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর রাখলে মিলতো নানান ছবি। বিয়ের পরেও একসাথে প্রচুর ছবি দেখা গিয়েছে তাদের।

এক কথায় বলতে গেলে চুটিয়ে সংসার করছিলেন তারা। তবে বিগত দীপাবলির পর থেকেই যেন দূরত্ব তৈরি হয়েছে তাদের মধ্যে। বেশ কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছে তাদের সম্পর্ক নাকি ঠিকঠাক নেই। তার ওপর সেই জল্পনাতে ঘি ঢেলেছেন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করার মাধ্যমে। সম্প্রতি এবার সবটা পরিস্কার হয়ে গেলো, স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠালেন নিখিল। তবে এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, যা বলার পরেই বলবেন। এমনটাই দাবি ক্রা হয়েছে আনন্দবাজার পত্রিকায়।

তাহলে কি অভিনেতা যশ দাশগুপ্তের(Yash Dasgupta) সাথে সম্পর্কে জড়ানোর জল্পনাই সত্যি? এমনটাই প্রশ্ন তুলেছেন অনুগামীরা। যদিও জানা গিয়েছে এখনও পর্যন্ত নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরত। নিখিল নাকি তাতে কোনও দিন বাধা দেননি। অন্যদিকে যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, এমনকি রাজস্থানে একসাথে ঘুরতে যাওয়ার বিষয়েও এতোদিন মুখ খোলেননি নিখিল।

বরং বারবার ইঙ্গিত দিয়েছেন নুসরত পাল্টে গেলেও তিনি আগের মতোই আছেন। তবে শেষমেশ বাধ্য হয়ে বিবাহবিচ্ছেদের নোটিশ দিলেন তিনি। মনে করা হচ্ছে, বিচ্ছেদের পর হয়তো নুসরত মোটা অঙ্কের খোরপোশ দাবী করতে পারেন। কারণ আগে তিনি যতবার সম্পর্কে জড়িয়েছেন, বিয়ে না করলেও হয়েছে টাকার লেনদেন। যদিও এখনও পর্যন্ত নুসরত এই বিষয়ে কিছু জানাননি, তবে তিনি কী পদক্ষেপ নেন সেইদিকেই তাকিয়ে অনুগামীরা।

Related Articles