‘দোলা রে দোলা’ শাড়ি পরে দুর্দান্ত ডান্স দুই জাপানিজ সুন্দরীর, তরুণীদের নাচ দেখে মুগ্ধ গোটা নেটদুনিয়া

বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বলিউডের গানের সঙ্গে কোমর দোলানোর ছবি ধরা পড়েছে। আর এবার দুই জাপানিজ তরুণী ‘দোলা রে দোলা’ গানে নেচে সকলকে তার লাগিয়ে দিয়েছেন। যা দেখলে মুগ্ধ হবেন আপনিও।
কথায় বলে গানের বয়স, ধর্ম, জাতি নির্বিশেষে সকলকে মিলিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। যেমন বিশ্বের বিভিন্ন জায়গার মানুষের মধ্যে বলিউডের গানের চর্চা দেখা যায়। বিভিন্ন দেশের নাগরিকদের আজকাল বলিউডের গানের সঙ্গে নানা রকমের ভিডিও, রিলস, ইত্যাদি বানাতে দেখা যাচ্ছে। যেমন এবার দুই জাপানিজ মহিলাকে শাহরুখ খান অভিনীত দেবদাস ছবির ‘দোলা রে দোলা’ গানে নাচ করতে দেখা গিয়েছে। যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মন জয় করে নিয়েছে।
মেয়ো জাপান নামে একটি প্রোফাইল থেকে বেশ কয়েদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়। আর সেই ভিডিওতেই দুই জাপানি তরুণীকে ‘দোলা রে দোলা’ গানের সঙ্গে অসাধারণ নাচ করতে দেখা যায়। তবে শুধু স্টেপ মিলিয়ে নাচই নয়, দুই তরুণীর অভিব্যক্তিও সকলের নজর কেড়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,” দোলা রে দোলা ফ্রম জাপান।”
ভিডিওতে দেখা গিয়েছে, দুই জাপানিজ মহিলা পরেছিলেন সাবেকি লাল পাড় সাদা শাড়ি। সঙ্গে ম্যাচিং ব্লাউজও। শাড়ি পরেই বেশ স্বাচ্ছন্দ্যে গানের হুক স্টেপগুলি অনুসরণ করে নাচেন দুই বিদেশি। পাশাপাশি তাঁরা যে জায়গায় নাচটি ক্যামেরাবন্দি করেছেন সেই জায়গাটির ব্যাকগ্রাউন্ডও ভিডিওটিতে এক অন্য মাত্রা এনে দিয়েছে। একইসঙ্গে তাঁরা যে নাচটি খুবই উপভোগ করেছেন তা তাদের অভিব্যক্তিতেই বোঝা গিয়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনরা তরুণীদের প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এসেছে অজস্র মানুষের প্রতিক্রিয়াও। যেমন এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “কোনও বাঙালি কী দেখেছে যে তাঁরা আসছে বছর আবার হবে শাড়ি পড়েছেন।”