লাইফ স্টাইল

মাত্র তিন থেকে চার দিনে কালো ঠোঁট সুন্দর গোলাপি করার ঘরোয়া সহজ উপায়, দেখুন পদ্ধতির সম্পূর্ণ ভিডিও

আমরা সকলেই নিজেদের যাতে দেখতে সুন্দর লাগে সেই উপায় খুঁজে চলি। নিজেদের অপরের সামনে সুন্দর রূপে প্রতিস্থাপন করতেও ভালো লাগে। অনেকেই নিজের শরীরে ত্বক থেকে দাঁত সবকিছুর ঔজ্জ্বল্য বাড়িয়ে তুলতে চেষ্টা করি। আর তার জন্য বাজার থেকে নানান ক্রিম বা ত্বকে মাখার নানান জিনিস কিনে আনি। অনেক কেমিক্যাল প্রোডাক্ট বাজারে পাওয়া যা দীর্ঘদিন ব্যবহার করার পর ত্বকের ঔজ্জ্বল্য বেড়ে যাওয়ার বদলে কমতে থাকে।

তাই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করাই শ্রেয়। তাতে যেমন টাকার অপব্যবহার বন্ধ হবে তেমনি ফলও মিলবে হাতে নাতে। ঘরে তৈরি উপাদান ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনা কম থাকে এবং জিনিসটি ভেজালমুক্ত থাকে। আমরা যেমন আমদের ত্বককে সুন্দর রাখার চেষ্টা করি তার মধ্যে ঠোঁটও পড়ে। মুখশ্রী সুন্দর কিন্তু ঠোঁট কালো থাকলে দেখতে ভালো লাগে না । অনেকের ঠোঁট কালো হয়ে যায়। আর তাই বাজার থেকে লিপস্টিক কিনে আনেন।

তবে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলে ঠোঁটের কালো ভাব দূর হয়। প্রথমে একটি পাতিলেবু নিয়ে লেবুর থেকে খোসা আলাদা করতে হবে। লেবু ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে লেবুর খোসা আলাদা হয়ে যায়। এরপর লেবুর খোসা একটি বাটিতে নিতে হবে। এর মধ্যে দিতে হবে এক চামচ চিনি, এক চামচ মধু। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে তা ঠোঁটে লাগিয়ে রাখতে হবে। পাঁচ থেকে সাত মিনিট মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলতে হবে।

এর পরে একটি বাটিতে এক চামচ টক দই নিতে হবে। টক দইয়ে যোগ করতে হবে এক চামচ মধু ও এক চামুচ হলুদ গুঁড়ো। ফের এটিকেও পাঁচ থেকে সাত মিনিট ঠোঁটে লাগিয়ে রাখতে হবে। এই দুটি পদ্ধতি হলো ঠোঁটকে গোলাপি করে তোলার মোক্ষম উপায়। উপায় দুটি ফলো করলে ফল পাবেন হাতেনাতে।

Related Articles