অবশেষে পরিনিতি পেল রূপকথার প্রেমকাহিনী, দুর্নিবার-মীনাক্ষীর বিয়েতে চাঁদের হাট

নতুন বছরের শুরু থেকেই টেলি ও টলি জগতে চলছে বিয়ের মরশুম। একাধিক তারকা জুটি আবদ্ধ হয়েছেন বিবাহবন্ধনে। যেই তালিকায় রয়েছেন ইমন-নীলাঞ্জন(Iman-Nilanjan), মিমি-ওম(Mimi-Om), দেবলীনা-গৌরব(Devlina-Gourab), তৃণা-নীল(Trina-Neel) প্রমুখ। এবার তাতে জুড়লো আরও এক জুটির নাম।
যারা হলেন সকলের পরিচিত সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহা(Durnibar Saha) ও মীনাক্ষী মুখার্জি(Meenakshi Mukherjee)।
তাদের প্রেমকাহিনী কোনো রূপকথার চেয়ে কম নয়। প্রথম আলাপ হয়েছিল পাঁচ বছর আগে ‘সারেগামাপা’র মঞ্চে।
এরপর ২০১৭ সালে আইনি মতে সম্পন্ন করেন বিবাহ। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সামাজিক বিয়েও সেরে ফেললেন। রবিবার নিউটাউনের ‘স্বপ্নভোর’এ বসেছিল তাদের বিয়ের আসর।
এদিন দুর্নিবারের পরনে ছিল ধুতি-পাঞ্জাবি আর মীনাক্ষী পরেছিলেন লাল বেনারসি সাথে মানানসই সোনার গয়না।
সম্পূর্ণ বাঙালি রীতি মেনে একে অপরের হয়ে গেলেন তারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত থেকে শুরু করে বিয়ের সমস্ত আচারের ছবি।
যা প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামী থেকে শুরু করে অন্যান্য তারকারাও।
অন্যদিকে তাদের বিয়েতে উপস্থিত ছিলেন একঝাঁক তারকারা।
যেই তালিকায় রয়েছেন সদ্য বিবাহিত ইমন-নীলাঞ্জন, সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি, অভিনেত্রী স্বস্তিকা দত্ত, অন্বেষা, উজ্জ্বয়িনী, মেখলা প্রমুখ।
সকলের সাথে হাসিমুখে ছবি তুলেছেন নবদম্পতি। তাদের আগামী জীবন যাতে সুখকর হয়, এই শুভকামনাই জানিয়েছেন প্রত্যেকে।