ঘুরতে গিয়ে রাস্তাঘাট ভাল করে চিনে নিচ্ছে একরত্তি ইউভান, রাজ-শুভশ্রী পুত্রের মিষ্টি ভিডিয়ো ভাইরাল

তার ফ্যান ফলোইং দেখলে তাক লাগতে বাধ্য। অনেকেই বলে তৈমুরের থেকেও বেশি সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে উঠেছেন সে। বলার অপেক্ষা রাখে না এখানে কথা হচ্ছে রাজ শুভশ্রী পুত্র ইউভানকে নিয়ে। ইতিমধ্যে একরত্তিকে নিয়ে আউটিং-এ গিয়েছেন রাজ-শুভশ্রী। আউটিং-এ গিয়ে রাস্তাঘাট ভাল করে চিনে নিচ্ছে একরত্তি ইউভান।
শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির মাঝে ছেলে বরের সাথে সময় কাটাতে বেরিয়ে পড়েছে শুভশ্রী(Subhashree Ganguly)।উলুবেড়িয়ার এক রিসর্টে বেবি মুনে গেছে রাজ-শুভশ্রী আর তাদের ছেলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজ(Raj Chakraborty)-শুভশ্রী ইউভানের আউটিং-র ছবি।
বাঙালি মানেই সে ভ্রমণপ্রিয়। আর সেই তালিকা থেকে বাদ যায় না টলিপাড়ার সদস্যরাও। আর তাই শীতের আবহে গা ভাসিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে রাজ-শুভশ্রী ও তাদের ছেলে। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল একরত্তি ইউভানের একটি ছবি। সেই ভিডিওতে লক্ষ্য করা যাচ্ছে গাড়ির ড্রাইভিং সিটে বসে রয়ছে রাজ। পিছনের সিটে বসে রয়েছেন শুভশ্রী ইউভান আর রাজের মা। সেই ভিডিও ক্যামেরা বন্দী করতে ছাড়েনি রাজের ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। শুধু একটাই ভিডিও নয় অনেকগুলো ভিডিও,ছবি শেয়ার করেছে সৃষ্টি। ছুটি কাটানর নানান মুহূর্ত নিজের ফোন বন্দি করেছে সৃষ্টি।
গত ১২ সেপ্টেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্মেছিল ইউভান। এরপর থেকেই ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া সেনশেশন হয়ে উঠেছে সে। মা শুভশ্রীর কাছে ছোট্ট ইউভান হলো রাউডি বেবি৷ ছেলেকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকতে দেখা যায় শুভশ্রীকে। সইফিনা পুত্রের চেয়ে কিছু কম যায় না রাজশ্রী পুত্র। তাঁর সব ছবি, ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায়। যত দিন বাড়ছে ততই তার ফ্যানের সংখ্যাও বেড়ে চলেছে। কয়েক মাস বয়স হলেও বড় বড় অভিনেতা অভিনেত্রীদের তুঙ্গে তার জনপ্রিয়তা।