একমাত্র ছেলের জন্মদিনে চোখ ঝলসনো পার্টি একতার, মিলেছে তারকার হাট

হিন্দি টেলি জগতের একজন খ্যাতনামা প্রযোজক হলেন একতা কাপুর। বহু জনপ্রিয় চলচ্চিত্র ও ধারাবাহিক প্রযোজনা করেছেন তিনি। প্রথম যাত্রা শুরু হয় ২০০১ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিঁউ কি ম্যায় ঝুট নেহি বোলতা’র মাধ্যমে। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা ও ধারাবাহিক প্রযোজনা করেছেন তিনি। তবে কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি।
মাঝেমধ্যেই নিজের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন নেট দুনিয়ায়। সম্প্রতি প্রকাশ্যে এলো সেরকমই কিছু ছবি। যেখানে দেখা যাচ্ছে একমাত্র সন্তান রবি কাপুরের জন্মদিন পালন করছেন ধুমধাম করে।
আর সেখানে উপস্থিত ছিলেন একঝাঁক বলিউড তারকারা। যেই তালিকায় রয়েছেন রীতেশ দেশমুখ(Riteish Deshmukh), করণ জোহর, সাহির শেখ, নীলম কোঠারি সোনি প্রমুখ।
এই বিশেষ ব্যক্তিরা নিজেদের সন্তানের সাথে এসেছিলেন একতার(Ekta Kapoor) ছেলের জন্মদিনে। এছাড়া সেখানে তুষার কাপুর ও তার ছেলে লক্ষ্য কাপুরকেও দেখা যায়।
ছবি দেখে বোঝাই যাচ্ছে মহা আড়ম্বরের সাথে পালিত হয়েছে জুনিয়র কাপুরের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হওয়ার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা।
উল্লেখযোগ্য, বয়স ৪৫ বছর হলেও এখনও পর্যন্ত অবিবাহিতা রয়েছেন জিতেন্দ্র কন্যা। সারোগেসি পদ্ধতিতে জন্ম হয়েছে তার একমাত্র সন্তান রবি কাপুরের। এই বিষয়ে তাকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, “৩৬ বছর বয়সে আমি আমার ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলাম। কারণ, তখন নিশ্চিত ছিলাম না ভবিষ্যতে বিয়ে করবো কিনা।”