বিনোদন

হবু বরের কোলে শুয়ে ইমন, বিয়ের আগে পাহাড়ের কোলে প্রেমে মজলেন তারকা জুটি

পুজোর সময় বাগদান পর্ব সেরেছেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী ও সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ। শুধু তাই নয় এরপর প্রাক মধুচন্দ্রিমা সেরেছেন দার্জিলিংয়ের পাহাড়ে। এবার সেই সময়ের একটি ছবি পোস্ট করলেন ইমন। যেখানে দেখা যাচ্ছে হবু স্বামীর কোলে মাথা রেখে শুয়ে আছেন ইমন। নেই কোনো রাখঢাক, ঘনিষ্ঠ মুহুর্তকে ভাগ করে নিয়েছেন অনুগামীদের সাথে।

আসলে রোজকার একঘেয়েমি কাটাতে তারা পৌঁছেছিলেন দার্জিলিংয়ের মনোরম পরিবেশে। যেখানে ভরপুর পাহাড়ি সৌন্দর্য্য উপভোগ করেছেন তারা। এবার সেই স্মৃতি রোমন্থন করেই পুরনো ছবি পোস্ট করলেন তিনি। ওপরে নীল আকাশ, চারিদিক সবুজে ঘেরা তার মাঝে প্রেমিকের কোলে মাথা রেখে শুয়ে প্রেমিকা। এ যেন হুবহু কোনো রূপকথার সমান।

কোনো লুকোচুরি না রেখে তারা বুঝিয়েছেন তাদের প্রেমের গভীরতা ঠিক কতখানি। এর আগেও একাধিক ছবি পোস্ট করেছিলেন তিনি। যা বেশ প্রশংসিত হয়েছিল নেট দুনিয়ায়। পাহাড়ি মেঘের প্রেমে পড়ে তিনি তখন ক্যাপশনে লিখেছিলেন, ‘এখানে মেঘ গাভীর মতো চরে।’ এমনকি সেখানে গিয়ে বানিয়েছিলেন নতুন বন্ধু। তিনি বোঝাতে চেয়েছিলেন সবাই কীসের টানে পাহাড়ে আসেন।

উল্লেখযোগ্য, পুজোর সময় বাগদান পর্ব সেরেছেন এই তারকা জুটি। তবে তারপর থেকেই তারা একসাথে থাকছেন না। ইমন জানিয়েছেন করোনার আবহে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করবেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে, আড়ম্বরের সাথে বিয়ে করে, তবেই একসাথে থাকবেন তারা। তবে তার আগে বেশ ভালো ভালো মুহূর্ত কাটাচ্ছেন এই জুটি।

Related Articles