স্বল্প পোশাকে ফাঁকে স্পষ্ট বক্ষযুগলের একাংশ, রাইমা সেণের শরীরী আবেদনে চোখ আটকে সকলের

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন(Raima Sen)। বয়স তার ৪১, তবে রূপ-জৌলুস দেখে তা বোঝার উপায় নেই একেবারে। দিনের পর দিন যেন তার সৌন্দর্য্য বেড়েই চলেছে। তবে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয় তিনি। সচরাচর নিজের নানান বোল্ড ছবি পোস্ট করে ঝড় তোলেন অনুগামীদের বুকে। বেশিরভাগ সময় তাকে দেখা যায় কালো পোশাকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ছবি।
যেখানে দেখা গিয়েছে কালো অফ শোল্ডার পোশাক পরিহিত অবস্থায়। একইসাথে কালো বুট, হাই থাই স্লিট যেন তাকে আরও লাস্যময়ী করে তুলেছে। অন্যদিকে হাত তুলতেই প্রকাশ্যে এসেছে স্তনের একাংশ। তার এই শরীরী আবেদনে চোখ আটকেছে সকলের। যদিও ছবি দেখে প্রশংসা করেছেন অনেকে, তবে সমালোচনার শিকারও হতে হয়েছে এই অভিনেত্রীকে। রাইমার(Raima Sen) সাথে সাথে সেই ছবিতে দেখা গিয়েছে বোন রিয়াকেও।
খুব অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়েছে তার হট ও বোল্ড ছবিটি। উল্লেখযোগ্য, কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে রাইমার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘হ্যালো’র তৃতীয় সিজনের ট্রেলার। যা দেখে একপ্রকার চমকে গিয়েছেন দর্শকেরা। কারণ রাইমা ও প্রিয়াঙ্কার সম্পূর্ণ নগ্ন অবস্থার দৃশ্য হার মানাবে যে কোনো বলিউড অভিনেত্রীকেও।
অন্যান্য বারের চেয়ে এবারের সিজন আরও বেশি সাহসী দৃশ্যে ভরপুর। ট্রেলারেই যা উষ্ণতা বেড়েছে, তা দেখে বোঝাই যাচ্ছে মূল সিরিজটি আরও জনপ্রিয় হতে চলেছে।