বিনোদন

লাল গাউন সাথে ম্যাচিং জুয়েলারি, ৮৪তম জন্মদিন পালন করলেন সকলের প্রিয় অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জী

বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের তালিকায়, যার নাম আসে প্রথমের দিকেই-তিনি হলেন সাবিত্রী চ্যাটার্জী(Sabitri Chatterjee)। অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে। শুধু তাই নয় এই বয়সে এসেও তার সৌন্দর্য্য যেন একটুও কমেনি। ২১ তারিখ তার জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন একঝাঁক তারকারা।

যার মধ্যে রয়েছেন কাঞ্চন মল্লিক(Kanchan Mullick), সোহিনী সরকার(Sohini Sarkar), অঙ্কিতা চক্রবর্তী(Ankita Chakraborty) প্রমুখ। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সোহিনী। যেখানে দেখা যাচ্ছে সাবিত্রী চ্যাটার্জী পরেছেন লাল গাউন সাথে ম্যাচিং জুয়েলারি। ৮৪ বছর বয়সেও তার রূপ ও জৌলুস যেন অক্ষত রয়েছে। ছবিগুলি প্রকাশে আসতেই থাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা।

উল্লেখযোগ্য, ১৯৩৭ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের কুমিল্লাতে। পরে যখন দেশ ভাগ হয়ে যায় তখন তার বোনসহ তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। ভারতে আসার পর তারা কলকাতার টালিগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করেন। শোনা যায় সেই বাড়িতে আসার পর থেকে খুবই কষ্টে দিন কাটাতে হয়েছিল তাদের। এমনকি অর্ধেক দিন না খেয়েই কাটাতে হতো।

এই পরিস্থিতিতে তার দূরসম্পর্কের আত্মীয় ভানু বন্দ্যোপাধ্যায় তাকে অভিনয় জগতে সুযোগ করে দেন। তারপর ধীরে ধীরে তিনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন। একের পর এক ঝুলিতে আসে ‘সহযাত্রী’, ‘শেষ অঙ্ক’, ‘নতুন দিনের আলো’, ‘মৌচাক’এর মতো জনপ্রিয় সিনেমা। পাশাপাশি তাকে পদ্মশ্রী ও বঙ্গবিভূষণ সঙ্গীত নাটক একাডেমি সম্মানেও ভূষিত করা হয়।

Related Articles