ছক্কা হাঁকালেন প্রথম বলে, ক্রিকেট খেলায় মাতলেন সকলের প্রিয় অভিনেত্রী সানি লিওন, দেখুন সেই ভিডিও

নীল দুনিয়া ছেড়ে গেছে বলিউডে নিজের জায়গা করে নিতে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছিল তাকে। তবে হোঁচট খেয়েও হাল ছেড়ে দেননি, নিজের জমি শক্ত করেছিলেন। বলিউডের একের পর এক অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তবে এবার কি ক্রিকেটেও নাম লেখাতে চলেছেন তিনি!! আবার ক্রিকেট কিট গুছিয়ে ইংল্যান্ডেও নাকি পাড়ি দেওয়ার কথা ভাবছেন!!
বল আসতেই ব্যাট ঘুরিয়ে ছক্কা হাকাচ্ছেন তিনি কখনো জানলার কাচ পর্যন্ত ভেঙে দিয়েছেন- আসলে বিষয়টি কি? বর্তমানে সানি লিওন(Sunny Leone) ডেটিং রিয়েলিটি শো স্প্লিটসভিলা আসন্ন মৌসুমের শুটিং এর কাজে কেরালায় রয়েছেন। সেখানে কাজের ফাঁকে মজা করছিলেন অভিনেত্রী। মাঝে মাঝে তাকে বাচ্চাদের মতো হাসি মজা আনন্দ করতে দেখা যায়।
এবারেও শুটিংয়ের ফাঁকে কিছুটা সময় বের করে ক্রিকেট খেলায় মত্ত হয়ে ছিলেন অভিনেত্রী। ফুল স্লিভ টপ আর ট্রাক প্যান্ট পড়ে ব্যাট হাতে ছক্কা হাঁকিয়েছেন সানি লিওন(Sunny Leone)। এমনকি জানলার কাচ পর্যন্ত ভেঙে ফেলেছেন। ক্রিকেট খেলার এই ভিডিওটি তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে মজা করে ক্যাপশনে লেখেন আমি কি আমার খেলার জিনিসপত্র প্যাক করে নেবো। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য?
তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই 18 লক্ষের বেশী মানুষ দেখে ফেলেছেন। শুধু অভিনেত্রী হিসেবে নয় তিনি যেভাবে সামাজিক কাজকর্ম করেন তাতে ব্যক্তি হিসেবেও
সবাই তাকে ভালোবাসে।