“প্রতিশোধ নেওয়া হবেই” নোরা ফতেহির হুমকিতে চিন্তায় ভক্তরা

বলিউডে নোরা ফতেহি(Nora Fatehi) কি পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বলি আইটেম ড্যান্সের জগতে অতি পরিচিত নাম তার। কয়েকদিনের মধ্যেই দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তিনি। প্রথম দিকে একটি বিজ্ঞাপনের মাধ্যমে শুরু করেছিলেন নিজের কেরিয়ার, তবে বর্তমানে তার আইটেম ড্যান্সগুলি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে।
সুদক্ষ নৃত্যশিল্পীর পরিচয় দিয়েছেন ‘দিলবর’ ও ‘সাকি’ গানে। অন্যদিকে ‘গরমি’ গানটির মাধ্যমে ঝড় তুলেছিলেন অনুগামীদের বুকে। তবে শুধু সিনেমার পর্দাতেই নয়, মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে তার নানা ছবি ও ভিডিও। যা খুবই পছন্দ করেন দর্শকরা। সম্প্রতি সেরকমই একটি পোস্ট করেছেন তিনি। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল তাতে নেই কোনো ছবি বা ভিডিও।
তার বদলে রয়েছে একটি বার্তা, যা দেখে চিন্তায় পড়েছেন অনুগামীরা। তিনি লিখেছেন, “পস্তানোয় আমি বিশ্বাস করি না। আমার প্রতিশোধ ভালো লাগে। আর বিশ্বাস করো, ঠিক সময়ে প্রতিশোধ নেওয়া হবেই।” যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন, কীসের প্রতিশোধ নিতে চাইছেন তিনি? যদিও এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি এই অভিনেত্রী।
প্রসঙ্গত, তিনি শেষ কাজ করেছেন গায়ক গুরু রান্ধাওয়ার(Guru Randhawa) ‘নাচ মেরি’ গানে। গত ২০শে অক্টোবর মুক্তি পাওয়ার পর, খুব কম সময়ের মধ্যেই মিলিয়ন ভিউ লাভ করেছে গানটি। যেখানে নোরাকে দেখা গিয়েছে একটি ভবিষ্যতের রোবট হিসেবে। তানিস্ক বাগচির লেখা ও নিকিতা গান্ধী-গুরু রান্ধাওয়ার গাওয়া এই গানটি বেশ পছন্দ করেছেন দর্শকেরা।