বিনোদন

Farmers’ Protest : কৃষকদের উন্নয়নের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত, মত সালমানের

দেশের কৃষক আন্দোলন (Farmer protest) নিয়ে একের পর মুখ খুলতে দেখা গিয়েছে দেশের তাবড় তাবড় তারকাদের। ক্রিকেট স্তর থেকে অভিনয় স্তর বিভিন্ন স্তরের মানুষ এবার তাদের মত জানাতে শুরু করেন। সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan)। তাকে কৃষক আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে ভাইজান বলেন, যে সিদ্ধান্ত নিলে কৃষকদের ভালো হবে, যা তাদের জীবনে পরিবর্তন আনবে সেটিই করা উচিত।

কৃষক আন্দোলন নিয়ে এই মন্তব্যই করেছেন সালমান খান। সম্প্রতি আন্তর্জাতিক পপ গায়িকা রিহানা (Rihanna) একটি টুইট করে লেখেন, কৃষকরা তাদের দাবিদাওয়া নিয়ে যে আন্দোলন করছেন সে বিষয়ে ভারতের কেউ কিছু বলছেন না কেনো? রিহানার পর কৃষক আন্দোলন নিয়ে টুইট করতে দেখা গিয়েছে পরিবেশবিদ গ্রেটা থানবার্গ (Greta Thunberg) এবং মিয়া খলিফাকেও (Mia Khalifa)। তারা প্রত্যেকেই কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছেন।

দেশের বাইরের তারকাদের এমন টুইটগুলি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে কৃষক আন্দোলন নিয়ে তরজা তুঙ্গে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে একটি বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এই বিষয় নিয়ে কড়া মন্তব্য করেন। বিদেশি তারকাদের টুইটের পর দেশের তারকাদের একের পর এক মুখ খুলতে দেখা যায়। বিরাট কোহলি (Virat Kohli), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), অনিল কুম্বলে (Anil Kumble), অক্ষয় কুমার (Akshay Kumar) প্রভৃতি তারকাদের।

তারা মন্তব্য করেন ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যেনো বাইরের কেউ মন্তব্য না করেন। এটি সম্পূর্ণ ভারতের নিজস্ব বিষয়। আর এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। কৃষক আন্দোলন নিয়ে যাতে বাইরের কেউ দেশের বিষয়ে মাথা না ঘামান তাই নিয়েই সরব হন তারা। IndiaTogether হ্যাশট্যাগে ও IndiaAgainstPropaganda হ্যাশট্যাগে টুইট করতে থাকেন। এই ক্যাম্পেন শুরু হওয়ার পর তার বিরুদ্ধে মুখ খোলেন তাপসী পান্নু (Taapsee Pannu) থেকে শুরু করে রিচা চাড্ডা (Richa Chadha), দিলজিৎ দোসাঞ্জ (Diljit Donsanjh)-এর মত তারকারা।

Related Articles