প্যান্ট পরতে ভুলে গিয়েছেন? মিচমিচে কালো পোশাকে সকলের নজর কাড়লেন অভিনেত্রী

বর্তমানে ফের সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন করিশমা কোটাক(Karishma Kotak)। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ফটোশ্যুটের কিছু ছবি পোস্ট করেন।আর সেই ছবিতে তার পোজ ও পোশাক নজর কেড়েছে সকলের।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বলিউড অভিনেত্রী করিশমা কোটাক(Karishma Kotak)। মাঝেমধ্যেই নিজের ফটোশ্যুটের ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। এবার সেরকমই কয়েকটি ফটো তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
যেখানে তাকে দেখা যাচ্ছে কালো পোশাকে। একেবারে কালোতে নিজেকে আবৃত করে রেখেছেন। আর সেই ছবি ঝড় তুলেছে তা ভক্তদের হৃদয়ে। ছবিতে করিশমাকে(Karishma Kotak) বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে। বোল্ড লুকে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি।
তার ভক্তরাও তার ছবি দেখে বেশ প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে সকলেই প্রশংসা করেছেন তার। অভিনয়েও যেমন দুর্দান্ত তেমনি ফটোশ্যুটেও ঝড় তোলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তের সংখ্যাও প্রচুর।