খেলাবিনোদন

একরত্তি কন্যাকে ছেড়ে কোয়ালিটি টাইমে মজে বিরুষ্কা, এ কি চেহারা হয়েছে ‘সেক্সি মাম্মা’ অনুষ্কার

গত ১১ই জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা(Anushka Sharma) এবার দুই থেকে তিন হলেন। তারা গত বছর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে প্রকাশ্যে জানান তারা ২০২১ সালের প্রথম দিকেই দুই থেকে তিন হতে চলেছেন। আর সেরকমই জানুয়ারি মাসের কয়েক দিন যেতে না যেতেই খুশির খবর দিয়েছেন তারা। খবর পাওয়ার পর তাদের গোটা দেশের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

শুধুমাত্র ক্রিকেট অথবা অভিনয় জগত নয়, শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছেন তারা সকল স্তর থেকে। যদিও বিরুষ্কা এখনও তাদের কন্যা সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। কিন্তু গোটা দেশ অপেক্ষা করে আছে তাদের কন্যা সন্তানের মুখ দেখার। যদিও কিছুদিন আগে বিরাট ও অনুষ্কা পাপারাতজির টিমকে অনুরোধ জানিয়েছিলেন যেনো তারা কন্যা সন্তানটির কোনো ছবি না তোলেন।

তাদের ব্যক্তিগত মূহুর্তকে যেনো মিডিয়া সম্মান করেন সেই অনুরোধ জানিয়েছিলেন বিরুষ্কা। আর তাদের মতকে সায় দিয়েছে মিডিয়া। এবার সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর দেখা গেলো বিরাট (Virat Kohli)অনুষ্কাকে। তারা একসঙ্গেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। খোলা চুল ও ডেনিম শার্টে পোজ দিয়েছেন অনুষ্কা(Anushka Sharma)। কালো রং-এর স্লিং ব্যাগ সঙ্গে নিয়েছেন।

অপরদিকে বিরাট পরেছেন কালো রং-এর পোশাক। চোখে কালো সানগ্লাসে নজর কেড়েছেন তিনি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের মুখে রয়েছে মাস্ক। পাপারাজিতদের দেখে হাত নাড়তেও দেখা গেলো অনুষ্কাকে(Anushka Sharma)। এরপর একে অপরের হাত ধরে পোজ দেন তারা। শেষে বিরাট হাতের ইশারায় ছবি তুলতে বারণ করেন। তাদের ছবি বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Related Articles