‘পড়তে ভাল লাগেনা, বিয়ে দিয়ে দাও, শ্বশুরবাড়ি যাব’ কাঁদতে কাঁদতে খুদের অনুরোধের ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল কতকিছু দেখা যায়। গোটা পৃথিবীর এক প্রান্তের ঘটনা আমরা পৃথিবীর অন্য প্রান্তে বসে দেখতে পাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য। সামাজিক মাধ্যমে আমরা মাঝেমধ্যে নানান ভিডিও দেখি কোনোটি মজার আবার কিছু ভিডিও আমাদের অবাক করে। তবে পৃথিবীর অন্যান্য প্রান্তে নানান ঘটনা যেমন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় তেমনি দেশের অলিতে গলিতে ঘটে যাওয়া ঘটনাও আমরা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে দেখি।
হাতে যদি থাকে একটি স্মার্টফোন আর ইন্টারনেট ব্যবস্থা তবে চাইলেই কোনো মূহুর্তকে ক্যামেরায় বন্দী করে তা সামাজিক মাধ্যমে সকলের সামনে তুলে ধরা যায়। সম্প্রতি সেরকমই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু ভিডিওতে কেউ গান বা নাচ করে তার প্রতিভা প্রদশর্ন করেনি৷ এই ভিডিওটি একটু অন্য স্বাদের। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট বাচ্চা বিয়ে করার জন্য কান্নাকাটি করছে। ব্যাপারটি তাহলে খোলসা করে বলা যাক।
ছোট্ট ছেলেটিকে পড়তে বসিয়েছেন তার মা। কিন্তু পড়ার কথা শুনলেই তার যেন গায়ে জর আসে। পড়ার কথা শুনেই কেঁদে চলেছে খুদে শিশুটি। এই পর্যন্ত ঠিক থাকলেও সেই খুদে এক অদ্ভুত বায়না করে বসে। সে বলছে, পড়াশোনা করতে তার ভালো লাগে না৷ সে বিয়ে করতে চায়। তাকে বিয়ে দিয়ে দেওয়া হোক। সেও এও বলে যে বিয়ে করার পর সে শ্বশুরবাড়ি চলে যাবে।
অপর দিক থেকে খুদের মাও বকছেন তাকে। আর এই ঘটনা মোবাইলে রেকর্ড করেছেন কেউ। আর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে মূহুর্তে ভাইরাল। খুদে শিশুটির মুখের কথা শুনে হেসে লুটোপুটি খাচ্ছে নেট দুনিয়ার মানুষ। বেশ ভাইরাল এখন খুদের ভিডিওটি।