বাঁধ মানছেনা চোখের জল, পছন্দের মানুষের সঙ্গেই বিয়ে, মালা বদল করতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন কনে

দীর্ঘদিন একই মানুষকে ভালোবেসে তার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চায় সকলেই। দীর্ঘদিনের ভালোবাসার পরিণতি যদি সিঁদুর দানে সমাপ্ত হয় তাহলে দীর্ঘ প্রেম যাত্রা সার্থক হয়। অনেকেই আছেন যারা এই যাত্রায় সফল হয়েছেন। দীর্ঘদিন ভালোবাসার পর এক হয় দুটি মন। এবার তাই বহুদিনের সম্পর্ক যখন বিয়েতে পরিণত হল তখন মালা বদল করার সময় কেঁদে ফেললেন কনে।
তার চোখের জল আর বাঁধ মানলো না। এতদিনের একটি মানুষকে নিজের করে পাওয়ার মধ্যে ও একটি আনন্দ আছে৷ আর যখন তা বাস্তবায়িত হয় তখন আনন্দ না হয়ে যায় কোথায়। এবার এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কনে বড় না বর বড় অবস্থায় মালা বদল করতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন কনে।
হবু বরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় তাকে। আশেপাশের সকলেই কনেকে দেখে আবেগঘন হয়ে পড়েন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। নেট দুনিয়ার মানুষও প্রশংসা করেছেন মূহুর্তটির। ভিডিওটি প্রচুর মানুষ দেখেছেন। কমেন্টে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন সকলে।
অর্থাৎ এই ভিডিওটিই প্রমাণ করে বাধা বিপত্তি যাই থাকুক সম্পর্ক অটুট থাকলে ভালোবাসা জয়ী হবেই। সকলে কমেন্ট বক্সে প্রশংসা করেছেন নতুন জুটিকে। আগামী দিনগুলোতে তারা যেনো একসঙ্গে থাকে সেই আশীর্বাদও করেছেন অনেকে।