ভাইরাল ভিডিও

VIRAL: চ্যাংড়া নাতির সঙ্গে পুষ্পার ‘সামি সামি’ গানে উদ্দাম ডান্স বৃদ্ধা ঠাকুমার, তুমুল ভাইরাল সেই নাচের ভিডিও

সম্প্রতি এবার ‘পুষ্পা’ সিনেমার গানে নাচতে দেখা গেল এক বৃদ্ধা ঠাকুমাকে। আমরা সকলেই জানি যে এই সিনেমাটি কতখানি জনপ্রিয় হয়েছে দর্শকমহলে। তাইতো এই সিনেমার গানে নাচতে দেখা গিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিদের। সম্প্রতি সেই তালিকায় নাম লেখালেন এই ঠাকুমা। আর এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই ঠাকুমাকে নাচ শেখাচ্ছেন এক যুবক, হয়তো তিনি তার নাতি হবেন। সুতির শাড়ি পরিহিত অবস্থায় বাড়ির উঠোনে নাচতে দেখা গিয়েছে তাদের। ভিডিওর প্রথমদিকে দেখা যায় ওই যুবক ঠাকুমাকে নাচার জন্য বলছেন। এরপর তাকে ‘সামি সামি’ গানের নাচ শিখিয়ে দেন। আর এরপরই সেরকম ভঙ্গিমায় নাচতে থাকেন ওই ঠাকুরমা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তা ব্যাপক পছন্দ করেছেন নেটিজেনরা।

আসলে আমরা সচরাচর অনেকেরই ভিডিও দেখে থাকি কিন্তু। এই বয়সে এসেও তার এই প্রাণবন্ত বৈশিষ্ট্য দেখে খুবই খুশি হয়েছেন সকলে। তাইতো কমেন্টবক্সে সকলেই বলেছেন এভাবেই হাসি-খুশি থাকুন ওই ঠাকুমা।

উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে এরকম নানান ভিডিও উঠে আসে। নাচ-গান থেকে শুরু করে অন্যান্য প্রতিভা খুব সহজেই তুলে ধরা যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। যার দ্বারা রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা সম্ভব।

Related Articles