অফবিটবিনোদন

দেশাত্মবোধক গানের সাথে তাল মিলিয়ে দুর্দান্ত নাচ মা মেয়ের জুটির, তুমুল ভাইরাল ভিডিও

ভারতবর্ষ এমন একটি দেশ যাকে প্রতিবেশী দেশের শত্রুর হাত থেকে বাঁচাতে ভারতীয় সেনাদের লড়াই করতে হয়। কত প্রতিকূল পরিস্থিতির মধ্যে বসবাস করেও ভারতীয় সেনারা দিনের পর দিন দেশের প্রতি, দেশবাসীর প্রতি যে মহৎকর্ম সাধন করে তার জন্য গোটা দেশ তাদের প্রতি কৃতজ্ঞ। মাঝেমধ্যেই সীমান্তে নানান গোলাগুলির খবর পাওয়া যায়। কিছুদিন আগেই গালোয়ান উপত্যকায় চিনের সেনারা নির্মম ভাবে ভারতীয় সেনাদের উপর আক্রমণ করে৷

আর তার ফলে ভারতীয় সেনাদের মধ্যে কয়েকজন রক্তক্ষয়ী সংগ্রামের পর শহীদ হন। দেশের জন্য এই বলিদান দেশের মানুষ মনে রাখবে৷ মাঝেমাঝেই পাকিস্তান ও ভারতের সীমান্তে লড়াই চলে। আমরা সংবাদমাধ্যমের দ্বারা সেইসব ঘটনা সম্বন্ধে অবগত হই। কিন্তু যেই সেনারা দেশের জন্য শহীদ হন তাদের দেশবাসী হয়ে আমরা কিছুই দিতে পারি না।

কৃতজ্ঞতাই সার। কিন্তু সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানানো হয়েছে। দেশের সেনাদের শ্রদ্ধা জানাতে মা ও মেয়ের জুটি ভাইরাল নেট দুনিয়ায়। তারা ‘তেরি মিট্টি’ গানে নৃত্য পরিবেশন করে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তাদের পরনে রয়েছে সাদা রং-এর পোশাক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে তা চারিদিকে ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে তাদের নাম নিভি ও ইশানভি। তারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন।

Related Articles