ব্ল্যাক শাড়িতে হট শুভশ্রী, বাড়ির পার্টিতে তুমুল নাচে মত্ত ‘রাজশ্রী’, দেখুন ভাইরাল ভিডিও

টলিউডের সেলেব জুটি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। করোনাকালীন সময়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। এরপর থেকে রাজ ও শুভশ্রীর সংসার আলো করে আছে ছোট্ট যুভান। মাঝেমধ্যেই যুভানকে নিয়ে নানান ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় শুভশ্রী ও রাজকে। সরস্বতী পুজোর সময়ে একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে।
এবার করোনার কারণে খুব কাছের মানুষদের নিয়েই পুজোর আয়োজন করেছেন এই দম্পতি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাদের একসঙ্গে দেখা গিয়েছে পুজোর আসরে। তাদের সঙ্গে খুদে যুভানকেও দেখা গিয়েছে। ঘনিষ্ঠদের নিয়ে পুজো জমজমাট এই দম্পতির। এদিকে শুভশ্রী মা হওয়ার পর কাজ শুরু করে দিয়েছেন পুরোদমে। লক ডাউনের পর ফের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন রাজ।
আর তার মধ্যে ছোটো করে সরস্বতী পুজোর আয়োজন করতেও ভুললেন না তারা। এদিকে সরস্বতী পুজোর সকালে যুভানকে দেখা গেলো ঠাকুমার কোলে আদর খেতে। আর সেই মূহুর্ত ক্যামেরায় তুলে নিলেন বাবা রাজ। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যুভান ছোট্ট থেকেই সেলেব। তার নামে সোশ্যাল মিডিয়ায় রয়েছে ফ্যানপেজও।
শনিবার রাত মানেই পার্টি। রাজ চক্রবর্তীর বাড়িতে হল সেই পার্টির আয়োজন। সেই পার্টির একটি ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কালো শাড়ি পরে রয়েছেন শুভশ্রী৷ মজার ভিডিওতে রাজকে দেখিয়ে সবাই বলছেন, “ইয়ে হাম হ্যায়, ইয়ে ইনকা ঘর হ্যায়, অওর ইহাপে পার্টি হোরাহি হ্যায়”। ভিডিওটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন রাজ।