খোলা আকাশের নিচে দুর্দান্ত ডান্স ‘কৃষ্ণকলি’ খ্যাত তিয়াশার, অভিনেত্রীর নাচ দেখে মুগ্ধ অনুরাগী থেকে নেটজনতা

বহুদিন হয়েছে টেলিভিশন জগত থেকে বিদায় নিয়েছে ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। এই ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী তিয়াশা লেপচাকে (Tiyasha Lepcha)। তিয়াশা এখন আর ‘রায়’ পদবি ব্যবহার করেন না। তিনি এখন পিতৃদত্ত পদবি ‘লেপচা’ ব্যবহার করেন। কারণ কিছুদিন আগেই স্বামী সুবান রায়ের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। আর তাই অভিনেত্রী তার আগের নামের পদবিতে ফিরে গিয়েছেন।
তিয়াশা টেলিভিশনের পর্দায় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে ‘শ্যামা’ চরিত্রে অভিনয় করেছেন। আর তারপর থেকেই অভিনেত্রীর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এই একটি ধারাবাহিকে অভিনয় করেই তিনি সকলের কাছে পরিচিত হয়ে গিয়েছেন। এবার নিজের পুরোনো সাজ ছেড়ে বেরিয়ে এসেছেন অভিনেত্রী। তাকে যেমন মাথায় ঘোমটা দিয়ে আটপৌরে করে শাড়ি পরে থাকতে দেখতে অভ্যস্ত ছিল মানুষ, এখন তিনি স্মার্ট লুকে আগুন ঝড়ান।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেইসব বোল্ড লুকের ছবি পোস্ট করেন। ধারাবাহিক ছাড়াও ফটোশ্যুটে বেশ নজর কেড়েছেন অভিনেত্রী। সেই ছবি তার সোশ্যাল হ্যান্ডেলে দেখতে পাওয়া যায়। এবার এক নতুন সাজে সকলের সামনে এলেন তিয়াশা৷ বর্তমানে ‘বেলা শুরু’ ছবির গান ‘টাপা টিনি’ বেশ জনপ্রিয়। এই গানে কন্ঠ মিলেয়েছেন ইমন চক্রবর্তী,অনন্যা ভট্টাচার্য এবং উপালি চট্টোপাধ্যায়। এই গান এখন বেশ ভাইরাল।
এবার ‘টাপা টিনি’ গানে রিলস বানিয়ে ফেললেন তিয়াশা। ভিডিওতে তিয়াশার পরনে ধুতি প্যান্ট ও সুতোর কাজ করা স্টাইলিশ জ্যাকেটে নাচ করতে দেখা গিয়েছে। তবে অভিনেত্রী টেলিভিশনের পর্দায় কবে ফিরবেন তা নিয়ে কিছু শোনা যায়নি।