বিনোদন

দারুন সুখবর! প্রথম সন্তানের জন্ম দিলেন জনপ্রিয় অভিনেত্রী অনিতা

অবশেষে সব অপেক্ষার অবসান ঘটলো। মা হলেন অভিনেত্রী অনিতা হাসনন্দানি(Anita Hassanandani)(age 39 years)। গত ৯ই ফেব্রুয়ারী, মঙ্গলবার তাদের পরিবার আলো করে জন্ম নিয়েছে প্রথম সন্তান। সন্তান জন্মানোর পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর অনুগামীদের জানিয়েছেন তার স্বামী রোহিত রেড্ডি(Rohit Reddy)। দুজনের একটি ছবি শেয়ার করে তাতে লিখেছেন পুত্র সন্তান হয়েছে তাদের।

জানা গিয়েছে মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। সন্তান জন্মানোর খবর প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামী থেকে শুরু করে অন্যান্য তারকারাও। যেই তালিকায় রয়েছেন করণবীর বোহরা, রণবিজয় সিং, অঙ্কিতা ভর্গব, অঙ্কিতা লোখন্ডে, বাণী জে প্রমুখ। কমেন্টে মা ও সন্তানের জন্য ভালোবাসা জ্ঞাপন করেছেন সবাই।

উল্লেখযোগ্য, ১৯৯৯ সালে ‘তাল’ সিনেমায় প্রথম দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। এরপর ধীরে ধীরে অভিনয় করেছেন বহু হিন্দি ধারাবাহিকে। কেরিয়ারে সাফল্য লাভ করার পর ২০১৩ সালে ভালোবাসার মানুষ রোহিত রেড্ডির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনিতা। এরপর কেটে গিয়েছে বহু বছর। অবশেষে ৩৯ বছর বয়সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চলেছেন তিনি।

এতো বেশি বয়সে মা হওয়ার জন্য তাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। তবে সেসব বিষয়কে পাত্তা না দিয়ে দিব্যি আনন্দে মেতে ছিলেন তিনি। অন্যদিকে গর্ভকালীন অবস্থায় নানা ছবি পোস্ট করেছেন অনিতা। যেগুলি দেখে তাদের নতুন সদস্যের জন্য শুভকামনা জানিয়েছিলেন সবাই। এবার কবে তারা সন্তানের ছবি প্রকাশ্যে আনেন, সেই অপেক্ষাতেই রয়েছেন অনুগামীরা।

Related Articles