নিজে হাতে ‘চটকানো পিন্ডি’ রান্না করলেন ‘খড়কুটো’র গুনগুন, খেয়ে অবস্থা খারাপ শশুর-শাশুড়ির, তুমুল ভাইরাল ভিডিও!

সবে মাত্র চার হাত এক হয়েছে নীল তৃণার। ইতিমধ্যেই জমিয়ে সংসার শুরু করেছে তৃণা। কখনও বাড়ির লোকদের চা করে খাওয়াচ্ছে তৃণা। আবার কখনও ঘরের কাজ করছে সে। আর এবার শশুর-শাশুড়িকে চটকানো পিন্ডি খাওয়ালো তৃণা!
হিন্দু রীতিনীতি মেনে সাত জন্মের জন্য দাম্পত্যের বাঁধনে বাঁধা পড়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য তৃণা সাহা। কৃষ্ণকলি’ এবং ‘খড়কুটো’ এই দুই ধারাবাহিকের দৌলতে অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা দর্শক মহলে বেশ জনপ্রিয়। টিভি পর্দার দুই তারকা যখন বাস্তবে সাতপাকে বাঁধা পড়ছেন, তখন তাঁদের বিয়ে নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। নীল-তৃণার মতোই তাঁদের প্রেম পরিণতি পাওয়ার অপেক্ষায় ছিলেন অনুরাগীরাও। অবশেষে ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার শুভক্ষণে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন নীল-তৃণা।
টলিপাড়ার এই লাভবার্ডের বিয়ের অনুষ্ঠানও হয় ফিল্মি স্টাইলে। তপসিয়ার অর্কিড গার্ডেনে বসে নীল-তৃণার রাজকীয় বিয়ের আসর। হুডখোলা গাড়িতে বিয়ের আসরে পৌঁছন নীল ভট্টাচার্য। ছেলের বিয়েতে টাকা ওড়াতে দেখা যায় অভিনেতার বাবাকে। গানের সঙ্গে নাচতে নাচতে বিয়েতে পৌঁছন নীল এবং বরযাত্রীরা। অভিনেতা জামাইকে বরণ করেন তৃণা সাহার মা। এরপর নৌকা করে বিয়ের আসরে যান অভিনেতা। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। বিয়ের সমস্ত আয়োজনেই হয় ফিল্মি স্টাইল।
— Bengal News Media (@media_bengal) February 6, 2021
কিন্ত এরই মাঝে রাঁধতে বসল তৃণা। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে তৃণার। সেখানে দেখা গেছে যে সে পারদর্শিতার সাথে চা করছে। কিন্ত অন্য ভিডিও পাল্টে দিচ্ছে সেই চিত্র। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সে ভিডিওটিতে গুনগুনের হাতের রান্নায় তৈরী ‘চটকানো পিন্ডি’ খেয়ে অবস্থা খারাপ শশুর-শাশুড়ির!