খেলা

সদ্য বাবা হয়েই আইনি বিপাকে বিরাট কোহলি

সবেমাত্র বাবা হয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিছুদিন আগেই বিরুষ্কার ঘর আলো করে এসেছে তাদের কন্যা সন্তান। আর মাত্র কিছুদিনের অপেক্ষাতেই ভারত বনাম ইংল্যান্ডের সিরিজ শুরু হচ্ছে। কিন্তু তারই আগে বিপাকে বিরাট কোহলি। ভারত অধিনায়ককের কাছে গেল আইনি নোটিস।

কিছুদিন আগেই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সত্যি করে বিরুষ্কার ঘর আলো করে এসেছে তাদের কন্যা সন্তান। চলতি মাসেই বাবা ও মা হয়েছেন বিরাট-অনুষ্কা। অনুষ্কার মেয়ে জন্ম নেওয়ার পর থেকেই রাতারাতি স্টার হয়ে গিয়েছে একরত্তি। সোশ্যাল মিডিয়ায় কন্যা সন্তানের বাবা হওয়ার খবর নিজেই দেন বিরাট। ১১ জানুয়ারি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেয় অনুষ্কা।

বাবার দায়িত্ব পালন করে ফের ২২ গজে ফিরছেন বিরাট। বাবা বরের দায়িত্ব সামলে এবার বিরাট সামলাবেন অধিনায়কত্বের দায়িত্বও। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৫ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। চেন্নাই প্রথম ম্যাচ। বুধবারই ভারতে পৌছে গিয়েছে পুরো ইংল্যান্ডের দল।

অন্যদিকে,নিজেকে ফিট সম্প্রতি একটি জিমের ছবি শেয়ার করেছিলেন বিরাট কোহলি। কিন্তু এরই মাঝে বিপাকে বিরাট। বিরাটকে আইনি নোটিশ পাঠিয়েছে কেরল হাইকোর্ট। আসলে বিরাট একটি জনপ্রিয় অনলাইন রামি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সেই কোম্পানির বিজ্ঞাপনও করেন তিনি। কিন্তু কেরল হাইকোর্টের মুখ্য বিচারপতি এস মণিকুমার এবং বিচারপতি অনিল কে নরেন্দ্রণের ডিভিশন বেঞ্চ

তরুণ প্রজন্মকে অনলাইন রামি খেলতে প্রলুব্ধ করার অভিযোগে কোহালিকে নোটিশ পাঠিয়েছে। শুধু বিরাটই নয় বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত দক্ষিণী অভিনেতা তামান্না ভাটিয়া এবং আজু ভার্গিসকেও নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। অভিযোগ, ত্রিশূরের বাসিন্দা পাউলি ভাড়াক্কন আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন। তাঁর অভিযোগ, রামি খেলা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আইনি উপায়ে অবিলম্বে তা বন্ধ করা উচিত সেই প্রেক্ষিতে এই নোটিশ।

Related Articles