
বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সহজেই পরিচিতি পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ইন্সটাগ্রাম, ফেসবুক কিংবা টুইটার যেকোনো স্থানে সহজেই পরিচিতি পেতে পারে যেকোনো ভিডিও বা ছবি। তাই এই প্ল্যাটফর্মগুলি ছাড়া বর্তমান দুনিয়া অচল। বর্তমান প্রজন্ম যেমন মোবাইলমুখী তেমন করেই ধীরে ধীরে প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা ক্রমে বেড়েছে।
মানুষ তার অবসর সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে৷ সেখানে নানান পশুপাখির কান্ডকারখানার ভিডিও ভাইরাল হয়। আবার কখনো দেখা যায় কোনো মানুষের প্রতিভার ভিডিও। নাচ কিংবা গানের মাধ্যমে কেউ কেউ পরিচিতি পায়। কারণ কাছে যদি থাকে একটি স্মার্টফোন আর নেট তবে নিজের কাজকে সহজেই সকলের সামনে পৌঁছে দেওয়া সম্ভব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।
আমরা জানি বাইক স্টান্ট করা বেশ কঠিন কাজ। সেখানে জীবনের রিস্ক থাকে। তাই ভালোভাবে চালাতে না জানলে বিপদ অনিবার্য। আমরা সোশ্যাল মিডিয়ায় থাকার দরুন এরকম প্রচুর বাইক স্টান্ট করার ভিডিও দেখি। সেখানে যুবক যুবতীদেরই ভিড় বেশি। তবে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চক্ষু ছানাবড়া নেট দুনিয়ার মানুষের। এক বৃদ্ধ লোক বাইকের দিকে মুখ না দিয়ে উল্টো হয়ে বসে দিব্যি বাইক চালাচ্ছেন। যদিও ঘটনাটি শুনতে অবাক লাগলেও সত্যি।
Video – facebook (Sourav Dandotiya) pic.twitter.com/OxQzdwu3Jo
— Samay Barta (@SamayBarta) February 9, 2021
ভিডিওটি ভাইরাল হয়েছে সৌরব ডান্ডতিয়া নামক ফেসবুক প্রোফাইল থেকে। প্রায় এক লক্ষ মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। মতামত জানিয়েছেন ২০০ জনের মতন মানুষ। আমরা সাধারণত বৃদ্ধ মানুষদের দেখি হাঁটুর ব্যাথায় যন্ত্রণা পেতে কিংবা বয়স বেড়ে যাওয়ার শরীর নুইয়ে পড়ে। কিন্তু এইসমস্ত ভিডিও অনুপ্রেরণা জোগায়।