বিনোদন

‘আমি এটাই চাই’, স্বপ্নের পুরুষের কাছে এ কি চাইছেন নুসরত জাহান

একদিকে তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী, অন্যদিকে রাজনীতির সক্রিয় ব্যক্তিত্ব। তবে কাজ, সংসার সামলে নিজের জীবনে দিব্যি আনন্দে মেতে আছেন। আর কেউ নন, তিনি আমাদের সকলের পরিচিত নুসরত জাহান(Nusrat Jahan)। বেশ কয়েকবছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি। এরপর ২০১৯ সালের ১৯শে জুন বিদেশে গিয়ে আড়ম্বরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ব্যবসায়ী নিখিল জৈনের(Nikhil Jain) সাথে।

বিয়ের আগে থেকেই নিখিল ও তার গভীর রসায়ন দেখা যেতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলিতে। বিয়ের পরও প্রেমে মশগুল ছিলেন দুজনে। এক কথায় বলতে গেলে চুটিয়ে সংসার করছিলেন তারা। তবে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে তাদের সম্পর্ক নাকি আর আগের মতোন নেই। অন্যদিকে আরও একটি বিষয় প্রকাশ্যে এসেছে। সেটি হল অভিনেতা যশ দাশগুপ্ত(Yash Dasgupta) ও নুসরতের ঘনিষ্ঠতা।

এমনকি উঠে এসেছে তাদের রাজস্থান ঘুরতে যাওয়ার ছবিও। যদিও তাদের একসাথে দেখা যায়নি, তবে সকলের ধারণা হয়তো একসাথেই গিয়েছিলেন তারা। যার ফলে নুসরত-নিখিলের সংসার ভাঙার জল্পনা আরও জোরালো হয়েছে। অনেকেই মনে করছেন তাদের মাঝখানে হয়তো তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করেছেন যশ। সম্প্রতি এই জল্পনাকে আরও উস্কে দিলেন খোদ অভিনেত্রী।

আসলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ছবি। যার ক্যাপশনে লিখেছেন, ‘ওর আলোতেই আমি উজ্জ্বল। এটা আমি জানি ও আমি এটাই চাই।’ যার ফলে সকলের মনে একটাই প্রশ্ন, কার কথা বলছেন তিনি? উল্লেখযোগ্য, অনেকদিন থেকেই আর একসাথে দেখা যায় না নিখিল ও নুসরতকে। তার ওপর ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করা, বিয়ে ভাঙার জল্পনাতে যেন একপ্রকার ‘আগুনে ঘি’। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানাননি কেউই।

Related Articles