উঁকি দিচ্ছে হট অ্যাবস, হাই ফ্যাশন গোয়ায় উষ্ণতার পারদ চড়ালেন দিতিপ্রিয়া

এবার ৫১ তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেছে নেওয়া হয়েছে অপু ও অপর্ণার কাহিনি অবলম্বনে ‘অভিযাত্রিক’। ১৯৫৯ সালে সত্যজিত রায়ের হাত ধরে মুক্তি পেয়েছিল ছবিটি। সেই ছবিতে অপুর চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণার চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর। এবার তা ভিন্নরূপে দর্শকদের কাছে পৌঁছোবে। অর্জুন চক্রবর্তী ও দিতীপ্রিয়া রায়(Ditipriya Roy) অপু ও অপর্ণার চরিত্রে অভিনয় করেছেন শুভ্রজিৎ মিত্রের ছবি ‘অভিযাত্রিক’-এ।
সত্যজিত রায় পরিচালিত ‘অপুর সংসার’ ছবিতে শেষে কী হয়েছিল অপুর তা কেউই জানে না। কারণ ছবির শেষ পথে কাজলকে কাঁধে চাপিয়ে নিয়ে এক নিরুদ্দেশের পথে পাড়ি দেয় অপু। কোথায় যাচ্ছে সে জানে না। সত্যজিত রায় পরিচালিত ‘অপুর সংসার’ গল্পটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহিনি অবলম্বনে। কিন্তু ছবিতে শেষে কী হল তা অজানা রয়ে গিয়েছে।
আর এই জিজ্ঞাসা চিহ্নের সমাপ্তি ঘটাবে শুভ্রজিৎ মিত্রের ছবি ‘অভিযাত্রিক’। ‘অপুর সংসার’-এ অপু ও তার স্ত্রী অপর্ণা এবং ছেলে কাজলকে নিয়ে আবর্তিত হয়েছে গল্প। এদিকে ‘অভিযাত্রিক’ ছবিটিও সেই গল্পে মোড়া। কিন্তু ফের একই গল্পের উপর ভিত্তি করে আবার সিনেমা তৈরি করার কারণ! কারণ সত্যজিত রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে পরিচালককে শ্রদ্ধা জানিয়েই তৈরি হয়েছে এই ছবি।
গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কিছু মূহুর্ত নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী দিতীপ্রিয়া রায়(Ditipriya Roy)। এছাড়া ২৬তম কলকাতা চলচ্চিত্র উৎসবেও ‘অভিযাত্রিক’-কে বেছে নেওয়া হয়েছে। কলকাতা চলচ্চিত্র উৎসবের পরই এই ছবির কলাকুশলীরা। পাড়ি দিলেন গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে শর্মিলা ঠাকুরের মতন দিতীপ্রিয়া কতটা পারবে অপর্ণাকে ফুটিয়ে তুলতে সেটিই দেখার।