সিঙ্গেল মাদার হাতে নেই কোনো ভালো কাজ, তবুও বিলাসবহুল জীবন করিশ্মা কাপুরের!

একসময় বলিউডের শীর্ষ স্থানীয় অভিনেত্রীদের তালিকায় ওপরের দিকে ছিলেন করিশ্মা কাপুর(Karishma Kapoor)। যদিও অভিনয় জগতে পা রেখেছিলেন তার মায়ের বিরুদ্ধে গিয়ে। তবে নিপুণ অভিনয় দক্ষতার দ্বারা খুব কম সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘প্রেম কয়েদি।’ ১৯৯১ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি পা রেখেছিলেন বলিউডে।
এরপর তার ঝুলিতে আসতে শুরু করে একের পর এক সুপারহিট সিনেমা। যে তালিকায় রয়েছে, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘দুলহান হাম লে জায়েঙ্গে’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘রাজা হিন্দুস্থানি’ প্রভৃতি। কেরিয়ার ঠিক করার পরে তিনি সিদ্ধান্ত নেন, বিয়ে করার। সেই মতো ২০০৩ সালে বিয়ে করেন সঞ্জয় কাপুরকে(Sanjay Kapur)। তবে বিয়ের পরে সংসার নিয়ে তিনি এতোটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে, কর্মজগৎ ঠিক করে সামলাতে পারেনি।
অন্যদিকে বিয়ের কয়েক বছর কাটতেই স্বামীর সাথে তার পারিবারিক অশান্তি শুরু হয়। এই পরিস্থিতিতে ২০০৫ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তানের। এরপরে নাকি তারা আলাদা থাকতে শুরু করেন। যদিও ২০১০ সালে ফের তারা একসাথে থাকতে শুরু করেন এবং জন্ম হয় দ্বিতীয় সন্তানের। তবে অবশেষে ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। কিন্তু পরবর্তী সময়ে তিনি আর বিবাহবন্ধনে আবদ্ধ হননি। বর্তমানে তিনি একজন সিঙ্গেল মাদার।
এরপর খুব বেশি কাজে আর তাকে দেখা যায়নি। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন উঠতে শুরু করে, কোনো কাজ না থাকা সত্ত্বেও তিনি কীভাবে এতো বিলাসবহুল জীবন কাটাচ্ছেন? আসলে বিবাহবিচ্ছেদের পর খোরপোশ হিসেবে তিনি ১৪ কোটি টাকা পেয়েছেন।
পাশাপাশি কিছু মডেলিং শো এবং বিজ্ঞাপনে কাজ করে বেশ ভালোই উপার্জন করেন তিনি। এছাড়া বাপের বাড়ির সম্পত্তির একভাগ তিনি পাবেন। ফলে সব মিলিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই আছেন তিনি।