বিনোদন

বাবা হিসেবে কেমন হবেন সলমন? ভিডিও ভাইরাল হতেই ভরে যাচ্ছে কমেন্ট বক্স

বলিউড ইন্ডাস্ট্রির ভাইজান সলমন খান, যিনি বিগত বহু বছর ধরে রাজত্ব করছেন বলিউডে। তার সিনেমা মানেই তা পৌঁছে যায় একশো কোটির ক্লাবে। তবে বর্তমানে তার বয়স পঞ্চাশ পেরোলেও বিয়ের কোনো খবর পাওয়া যায়নি। এক কথায় বলতে গেলে তিনি বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর।’ অন্যদিকে তিনি তার পরিবারকে ঠিক কতখানি ভালোবাসেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

বাড়ির বয়স্ক থেকে খুদে সকলেই তার চোখের মণি। সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই তাদের নানা ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন সলমনের বোন অর্পিতা খান শর্মা। যেখানে দেখা গিয়েছে ভাগ্নী অনুরূপার সাথে নাচছেন এই অভিনেতা। ভিডিওটিতে মামা-ভাগ্নীর মিষ্টি মুহূর্ত ধরা পড়েছে। ক্যাপশনে অর্পিতা লিখেছেন, ‘মামাকে খুব ভালোবাসে ভাগ্নী।’

যদিও ভিডিওটি কোনো শ্যুটিংয়ের নয়, আসলে কাজের ফাঁকে ভাগ্নীর সাথে সময় কাটাচ্ছিলেন সলমন(Salman Khan)। আর সাথে ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘তু জো মিলা।’ পাহাড়ি পরিবেশে পাগড়ি পরিহিত অবস্থায় সলমনকে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুগামীরা। প্রচুর কমেন্ট ও রিয়্যাক্টের সাথে সাথে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। অন্যদিকে কেউ কেউ আবার বলেছেন, সলমন বাচ্চা সামলাতে ভীষণ পটু।

শুধু তাই নয়, একইসাথে অনেকে এও বলেছেন সলমনকে দেখে বোঝাই যাচ্ছে ভবিষ্যতে বাবা হিসেবে নিজের দায়িত্ব খুব ভালো করে পালন করতে পারবেন তিনি। তবে তিনি কবেই বা বিয়ে করবেন, আর কবে বাবা হবেন সেটাই এই মুহূর্তের বড়ো প্রশ্ন। তবে চাইলে বিয়ে না করেও স্যারোগেসির মাধ্যমে বাবা হতে পারবেন তিনি। যদিও এইসব প্রশ্নের উত্তর তিনিই দিতে পারবেন। আপাতত আপনারা মামা-ভাগ্নীর মিষ্টি মুহূর্তকে উপভোগ করুন।

Related Articles